সাধারন ব্লগার খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য জেলা গুলোর মধ্যে একটি । গত ডিসেম্বরে আমি আর আমার ৪ বেস্ট ফ্রেন্ড গিয়েছিলাম খাগড়াছড়ি তে । সত্যি কথা বলতে খাগড়াছড়ি তে , বান্দরবন ও রাঙ্গামাটির তুলনায় টুরিসম এর জায়গা অনেক কম । কিন্তু অসম্ভব সুন্দর জেলাটি । কেন জানি , খাগড়াছড়ি ভ্রমনের মত মজা আগে পরে কোথাও কোন ট্যুর এ হয় নি ।
তাই কিছু ছবি শেয়ার করলাম ।
খাগড়াছড়ি বাস স্ট্যান্ড
আমার ৪ বন্ধু
লক্ষিছড়ি জায়গা টির নাম । ভয়ঙ্কর কষ্টের দিন ছিল । এই রকম ছোট , বড় পাহাড় মিলিয়ে মত ৭ কি মি এর মত পথ পাড়ি দিয়েছিলাম ।
এইটা এমনেই
রিসাং ঝরনা যাওয়ার পথে ।
এখানে যেতে হলে মেইন রড থেকে ৩ কিমি পাহাড়ি পথ হেটে পাড়ি দিতে হয় । মোটর সাইকেল মাঝে মাঝে পাওয়া জায় ।
বড় বড় পাহাড়ের মাঝে ছোট পাহাড়ি ঘর ( রিসাং ঝরনা যাওয়ার পথে )
এই সেই '' রিসাং ঝর্না ' । শীতে যাওয়ার কারনে এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারিনি । বর্ষায় আরো সুন্দর থাকে ।
ঝরনার পানিতে গোসল টা অনেক দিন মনে থাকবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।