আমাদের কথা খুঁজে নিন

   

রুমালে গাঁথা নক্সী শৈবাল

আহসান জামান

রুমালে গাঁথা নক্সী শৈবালে আজ ক্ষয় এসে নুঁয়ে বসে কালের ক্লান্তিভর, আমি তার পদচিহ্ন মুখস্ত করি। ডাক নামতার মতো ডেকে ফিরি তার নাম কয়েকটি হাহাকার জড়ো করে গাঁয়ের মেঠোপথ সেইসব অনুচ্ছেদে তোমার পুরানো মুখ ভীড় করে আমি গহ্বরে ডুবে যেতে যেতে মনে পড়ে শান্ত শালিক, ঝি ঝি পোকা আর একটা দিগন্ত নুঁয়ে এসে বসে যাওয়ার দৃশ্যপট। তোমার এলোখোঁপার গোলাপের সুগন্ধ নিতে নিতে কবেই ভুলেছি নিজস্বতা। বোধপাখির ডানায় ভর করে যদি ফিরে আসো আজ ভীষণ বদলে নেবো আবার এইসব বেঁচে থাকা; কাশবনে হারানো সুরের ঢেউয়ের ভিতর থেকে ডেকে নিও; মুছে দিও হারানোর দুঃখতাপ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।