আমাদের কথা খুঁজে নিন

   

রুমালে রোদ্দুর ওড়ে; কুচি কুচি তুষারপাতে

আহসান জামান

তোমার ওখানে জেগেছে কী রোদ্দুর মৃদবাতাসের স্পর্দ্ধায় কাঁচাহলুদশাড়ীর ঢেউ তোলা নবীণ ধান ক্ষেতে আর কিষাণীর কুচি কুচি হাসি কাঁপায় নোলকের চাবি অবিরত। আলতা পায়ে কলসিকাঁখে হেঁটে হেঁটে জল-চাপা-কল তলে কী এক কথার ছলে হেসেই কুটিকুটি। আমার এখানে সারারাত অঝোরে নেমেছে তুষার মাঠ-ঘাট-পথ মুড়ে আছে সাদা চাদরে অথৈ; জুড়ে দিয়ে ভিন্ন ঘর-বাড়ী-পথ অভিন্ন সূতোর টানে। কেবল ক'বাড়ীর ছেলেমেয়ে নেমেছে মাঠে শ্লেজে গড়াগড়ি আনন্দ হৈ-চৈ হাক। তোমার ওখানে কী শ্রাবণ এসেছিলো কাল বিষণ্ন জলে ধূঁয়ে মুছে বয়ে নিয়ে গেছে কতদূর পথ। আমার এখানে কালরাত পাড়াময় ঘুমিয়েছে নিঃশব্দের প্রহর একটাও গাড়ী চলে নি পথে; বিষণ্ন চাকারা ডুবে আছে বরফের নীচে ভীষণ একেলা হয়ে আর গাছের ডালে সাদা সাদা বরফে ফুটে আছে শিমুল-তূলোর হাসি। কেবল এক বৃদ্ধ, কাঁপা কাঁপা হাতে কোপ ধরে রাশ করা স্তূপে; খুঁড়ে, খুঁজে তোলে জীবনের অনেকটা অতীত। তার তৃষ্ণার্ত গলার কাছে অহেতুক খুলেছে অবাধ স্মৃতির মৌণ কপাট; দু'হাতের প্রবল জোরে টেনে তোলে তুষার-কাঁটা-কোদালে একেকটা বরফের চাক। কালো-কফির ধোঁয়া ওড়ে ঘরে; মুছে নিয়ে দুঃখতাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।