আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপলের বিরুদ্ধে শিশুশ্রমের অভিযোগ

I realized it doesn't really matter whether I exist or not.

সম্প্রতি শিশুশ্রমের মতো অনৈতিক কাজের অভিযোগ উঠেছে টেকনোলজি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে এবং অ্যাপল সেটি স্বীকারও করে নিয়েছে। বৃটিশ দৈনিক টেলিগ্রাফের বরাতে জানা গেছে পূর্ব এশিয়ায় অ্যাপলের অন্তত ৩টি কারখানায় ১৫ বছর বয়স্ক শ্রমিক রয়েছে। টেলিগ্রাফের বরাতে জানা গেছে, গত বছর অ্যাপলের ৩টি কারখানায় অন্তত ১১জন শিশু শ্রমিক খুঁজে পাওয়া গেছে যাদের বয়স ১৫ বছরের বেশি নয়। শ্রম আইনকে বুড়ো আঙ্গুল দেখানো এই কারখানাগুলো চিহ্নিত করার ব্যাপারে অবশ্য মুখ খোলেনি অ্যাপল। তবে, পূর্ব এশিয়ায় অ্যাপলের কারখানাগুলো তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে অবস্থিত বলেই জানা গেছে।

এদিকে অ্যাপল এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযোগ ওঠার পরপরই অ্যাপল এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক শ্রমিকরা এখন আর অ্যাপলের কারখানায় কাজ করছে না। সংবাদমাধ্যমের বরাতে আরো জানা গেছে, অ্যাপল এর আগেও বহুবার নিম্নমানের কারখানা এবং শ্রম আইন ভাঙ্গার জন্য সমালোচিত হয়েছে। গত সপ্তাহেও অ্যাপলের ৬৩জন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ওই কারখানায় অ্যাপলের গ্লাস স্ক্রিন তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল। এ কারখানাটি চীনে অবস্থিত।

তবে এ ব্যাপারে অ্যাপলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলেই জানিয়েছে দ্যা টেলিগ্রাফ অনলাইন। সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোর টেকনোলজি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.