সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, প্রাইমসেন্স কোম্পানিটি সম্প্রতি অ্যাপলের সঙ্গে করা চুক্তির কথা নিশ্চিত করেছে।
মালিকানা হস্তান্তরে আর্থিক লেনদেন নিয়ে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু না জানালেও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটিকে ৩৬ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে অ্যাপল।
পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভানের অংশীদার নিতিন ভাট বিবিসিকে বলেছেন, “স্পর্শ ছাড়া অঙ্গভঙ্গির মাধ্যমে ডিভাইস চালানো এখনকার প্রযুক্তিশিল্পের সবচেয়ে বড় প্রবণতা। অ্যাপলের দৃষ্টিভঙ্গিতে দেখলে দেখা যাবে, কোম্পানিটি নিজেদের এখনকার গ্যাজেটে এসব প্রযুক্তি ব্যবহার করে তাদের আরও আকর্ষণীয় করে তুলছে। এতে ভবিষ্যতে আরও উন্নত অ্যাপল টেলিভিশনের মতো ডিভাইসও পাওয়া সম্ভব।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।