বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা।
প্রিয় বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু সহজ অথচ মজার টিপস নিয়ে হাজির হয়েছি । আমার টিপসগুলো শুধুমাত্র নতুন কম্পিউটার ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
আমরা অনেকগুলো টাকা খরচ করে কম্পিউটার কিনি। তাই প্রতিবার কম্পিউটার খোলা এবং বন্ধ করার সময় মাইক্রোসফট এর ট্যাংট্যাং বাজনা শুনতে হবে এর কোন মানে নেই।
তোমরা এখানে তোমাদের পছন্দমত মিউজিক সেট করতে পারবে।
প্রথমে কম্পিউটারের start মেনু থেকে control panel ওপেন কর। এখন sound and audio devices অপশনটি ওপেন কর। একটি নতুন window আসবে। উক্ত window’র মেনুবারের sounds অপশনে ক্লিক কর।
Window’র নিচের অংশে একটি চার্টে windows অনেকগুলো progam events এর নাম আছে। ১০ নম্বরে exit windows এবং ২৫ নম্বরে start windows অপশন আছে। এর যেকোনো একটি ক্লিক কর। নিচের Browse অপশন থেকে তোমার পছন্দমত tone/music সেট করে দাও। তারপর ওকে করে বেরিয়ে আস।
এবার কম্পিউটার restart দিয়ে মজা দেখ।
সতর্কতা: Exit windows এ পুরো গান সেট করলে গান শেষ না হওয়া পর্যন্ত কম্পিউটার বন্ধ হবে না। তাই ভেবে দেখবে কোন টোন/মিউজিক তোমার জন্য সুবিধাজনক।
তোমরা program events থেকে maximize, minimize এ ding দিতে পার। দেখবে কম্পিউটার browse করে আলাদা মজা পাচ্ছ।
sounds এর নিচের ঘরের ডান দিকে ক্লিক করো। Microsoft এর অনেকগুলো built in টোন পাবে।
কোন সমস্যা হলে আমাকে বকা দিতে পার এই নম্বরে
+৮৮০১৭১৩২৭২৪৩১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।