আমাদের কথা খুঁজে নিন

   

ওরে আসমানি বিধাতা বড়ই রহস্যময় তুমি!!!

ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!!
শেষ সম্বল ঐ পশ্চিমের জমিটুকু কেড়ে নিল জমিদার। নালিশ জানাবো কি করে?সে তো আসমানে থাকে! পা ধরে কেঁদেছিলাম অনেক,যদি কিছু টাকা আসে। হুজুর বললেন সুদ সমেত নাকি পুরো জমিটাই পাবে! আমি মূর্খ মানুষ,অত কিছু কি আর বুঝি? বাঁচব কি করে ভাবি আর তরী ছাড়ি গৃহমুখী। পোষা কুকুরটাকে তাড়িয়ে দিতেই হবে এবার, তাতে যদি পরিবার থেকে এক ক্ষুধার্তের মেলে ছুটি। হাজার কয়েক টাকার অভাবে মেয়েটার বয়স প্রতিদিন বাড়ে! সব দেখে শুনে আমি নিরব,নিথর ছুটি অন্ন সন্ধানে। ওরে আসমানি বিধাতা বড়ই রহস্যময় তুমি, আমাকে কেন জমিদার বানালেনা বল শুনি? অত্যাচারীর অত্যাচার যদি এতো নির্দয়ই হবে, আসমানে থেকে তুমি কি করো খোদা তবে? সর্বস্বান্ত হয়ে তোমারই নাম যপি পঞ্ছ ক্ষণে,ক্রন্দনে! আর- জমিদার হয়ে মদ্য পানে বায়েজী নাচায় সন্ধ্যা লগনে। এ তোমার কেমন নীতি?বল হে জগৎ পতি! আসবে কি সুখ,মিটবে কি ক্ষুধা?জানিনা,জানিনা বিধাতা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।