পত্রহীন শাখা থেকে ঝরে পড়ছে বরফের স্তর
মোহন ঈর্ষারা হাঁটু গেড়ে বসে আছে উষ্ণতার পাশে
আর এতোদিন পর তোমার ঈপ্সাগুলো
বাঙ্ময় হয়ে উঠছে প্রদোষের আলোর মতন।
বন্ধ হয়ে আছে উচ্ছসিত জানালার ডানা
পত্রহীন শীর্ণকায় মহীরুহে তুষারের কণা
তবু দেখি চাঁদ কাঁপে,মেঘ ভাসে
বরফের স্তূপে ঝলসে ওঠে চাঁদ-লাভা
বিষণ্ণতা দাঁড়িয়ে থাকে দুধশাদা বরফের চোখে।
আপাত স্থির কোনো বিমূর্ত শিল্পের মতন
করোটির ভেতরের বিদ্যুতের প্রায়
জেগে ওঠে তৃতীয় অভিজ্ঞান-
তোমার চোখ থেকে ঈর্ষার অণুগুলো
ছড়িয়ে ছিটিয়ে যায় গুঁড়ো গুঁড়ো তুষারের কণার মতন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।