আমাদের কথা খুঁজে নিন

   

দুধশাদা ঘোড়া ।। রহমান হেনরী

বাঙলা কবিতা

প্রত্যূষেই কার্য শুরু___ কপাটে কপাল ঠুকে, যাত্রা শুভ হলো! চিরকাল ঝিঁঝিঁরাই উচ্চকিত ছিল, বিশেষ ঋতুতে ব্যাঙেরাও সংগীতমুখর; আমি কোনও সন-ঋতু-মাসিকের পঞ্জিকা রাখি না___ পঞ্জিকাই মানুষের শ্রেষ্ঠতম ভুল; ঘরের দুয়ারে যদি দুধশাদা ঘোড়া___ চালন-দক্ষতা তুমি চটজলদি পরখ করো তো! মিছেমিছি দিনক্ষণ, দিগ্বিদিক, শুভাশুভ ভাবা; যদি চায়___ সে তোমাকে নিয়ে যাক সরাইখানায়; পেশাদার জুয়ারির মতো তুমি ফেরেস্তাসমেত বসে জুয়া খেল! মদ খাও; না হয় হারবে ক'টা দান____ জুয়ায় হারলে কি হে রাজ্যপাট যায়? কপর্দকশূন্য কবি; পানপাত্রে বড্ড সাবলীল___ রাত্রি যদি গাঢ় হয় নক্ষত্রের বিলাসী আড্ডায়___ অপ্রতুল পানীয়ের আসন্ন শঙ্কায় কেন সভাভঙ্গ করো? ভেবে দ্যাখো, বল্গাহারা ঘোড়ার খুরের ছন্দে রাত্রি গেল অনিদ্রার পথে, প্রত্যূষেই কার্য শুরু হলো; মনে রেখো, পাক্কা বাজিকর আমি, তেমন ঘোড়ার জন্য আমার স্বপ্নকে ছাড়া সবকিছু বাজি ধরতে জানি; আর আজ___ জুয়ার বাজিতে হেরে, পানপাত্র ভেঙে, টলতে টলতে হেঁটে যাচ্ছি সংকীর্ণ গলির সেই কাফন-মোড়ানো অন্ধকারে___ অথচ আশ্চর্য যে, তেমন ঘোড়ার জিন আমি কিন্তু বহুবার স্বপ্নে নয়___ বাস্তবে ছুঁয়েছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.