আমাদের কথা খুঁজে নিন

   

Business Directory কি এবং কেন ব্যবহার করা হয়?

সকলের ভাল থাকার প্রত্যাশায় আজকের পোষ্টটি লিখছি। আজ আমি লিখছি Business Directory ও Business Listing সম্পর্কে।
শুরুতেই জেনে নিই Business Directory কি? Business Directory হলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচিতি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের জন্য তথ্যের ভান্ডার। অর্থাৎ Online Business Directory হলো এমন একটি ওয়েব মাধ্যম যেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যাদি সংরক্ষিত থাকে এবং যে কেউ সেই তথ্য সেখান থেকে দেখতে পারে। মনে হতে পারে এটি তাহলে সার্চ ইঞ্জিন? না, আপাত দৃষ্টিতে এটিকে সার্চ ইঞ্জিন মনে হলেও এটি আসলে কোন সার্চ ইঞ্জিন নয়।

সার্চ ইঞ্জিনের ধারণা টা সম্পূর্ন ভিন্ন। Business Directory-তে নিবন্ধিত হয়ে যে কেউ তার ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য লিপিবদ্ধ করে রাখতে পারে এবং ভিজিটর'রা শুধু মাত্র লিপিবদ্ধ করে রাখা তথ্যই সেখান থেকে পেতে পারে।
এবার আসুন জেনে নিই Business Listing কি? Business Listing হলো Business Directory-তে তথ্য সমূহ সংরক্ষন করে রাখা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সমূহ লিপিবদ্ধ করে রাখা। নিবন্ধিত যে কেউ তার প্রতিষ্ঠানের তথ্য লিপিবদ্ধ করে রাখতে পারে Business Directory-তে।


Business Directory-তে Listing এর সুবিধাঃ Business Directory-তে Listing সবচাইতে বড় সুবিধা হলো আপনি যদি আপানার প্রতিষ্ঠানকে Listing করে রাখেন তবে যে কেউ খুব সহজে আপনার প্রতিষ্ঠানকে ইন্টারনেট থেকে খুজে নিতে পারে। যেমন ধরুন আপনি একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার। আপনি যদি আপনার পরিবহনের কাউন্টারের ঠিকানা ও যোগাযোগের তথ্য অর্থাৎ মোবাইল নম্বর Business Directory-তে Listing করে রাখেন তবে, কোন এক ব্যক্তি তার প্রয়োজনে Business Directory-তে গিয়ে একটি পরিবহন কোম্পানীর নাম লিখে সার্চ দিল, সাথে সাথে সে ঐ কোম্পানীর Listing করা সবগুলো কাউন্টারের তথ্য এক যায়গায় পেয়ে যাবে এবং কোনরকম ভোগান্তি পোহানো ছাড়াই আপনার কাউন্টারে যোগাযোগ করতে পারবে। এছাড়া আরও একিটি বড় সুবিধা হলো যেহেতু Business Directory'র তথ্য সমূহ SEO করা হয়, ফলে Google এ সার্চ করলেও যে কেউ আপনার প্রতিষ্ঠানকে সহজ খুব সহজেই খুজে পেতে পারবে।
বাংলাদেশী Business Directory: বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন Business Directory আছে।

কিন্তু বেশীরভাগ Business Directory-ই উন্মুক্ত নয়। আমি আজ আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের একটি নতুন এবং উন্মুক্ত Business Directory'র সাথে। এই Directoryটির বড় বৈশিষ্ট হলো এটি Yellow Pages এর আদলে তৈরী করা হয়েছে, বরং এখানে অতিরিক্ত আরেকটি বিষয় সংযুক্ত থাকছে, তা হলো বিভিন্ন বিষয়ের উপর লেখা ব্লগ। যেমন ফ্রিল্যান্সিং, ইন্টারনেটে অর্থ উপার্যনের কৌশল নিয়ে ব্লগ, টেক টিউটরিয়াল, ব্যবসা সংক্রান্ত ব্লগ ইত্যাদি। যে কোন ব্যক্তি তার প্রতিষ্ঠানের ঠিকানা লিপিবদ্ধ (Listing) করতে পারবেন এখানে সম্পূর্ন বিনামূল্যে।

Listing এর জন্য প্রথমে রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিষ্ট্রেশন করতে সর্বোচ্চ ১ মিনিট লাগতে পারে। রেজিষ্ট্রেশন-ও সম্পূর্ন ফ্রি। তাহলে একবারের জন্য হলেও সাইটটি দেখে নিন, আপনার নিজের অথবা আপনার পরিচিত অন্য কারও জন্যও সাইটটি কাজে লাগতে পারে। সাইটটির নাম হলো infocenterbd.com


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।