আমাদের কথা খুঁজে নিন

   

বড়াইগ্রাম ও গুরুদাসপুরে ১৪৪ ধারা

জামায়াত ও আওয়ামী লীগ একই সময়ে ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বড়াইগ্রাম নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও  গুরুদাসপুর নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার এ নির্দেশ দেন।

আজ মঙ্গলবার বড়াইগ্রামে সকাল ৬টা থেকে রাত সাড়ে আটটা ও গুরুদাসপুরে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত  এ আদেশ বলবৎ থাকবে। ১৪৪ ধারা বলবৎ রাখতে দুই উপজেলায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামীর সম্ভ্যাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান তার নির্বাচনী এলাকায় পরিচিতি সভার করতে প্রশাসনের মৌখিক অনুমতি নেয়। তারা পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বড় ধরনের শোভাযাত্রা ও দুই উপজেলার বনপাড়া, চাঁচকৈড়, নাজিরপুর, লক্ষীকোল, জোনাইল ও চান্দাইসহ গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে জামায়াতের জনসমাবেশ করার চুড়ান্ত প্রস্তুতি নেয়।

এদিকে একই স্থানে একই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীর স্মরণ সভার ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সকাল ৬টা থেকে রাত সাড়ে আটটা ও  গুরুদাসপুর নির্বাহী অফিসার  ইয়াসমিন আক্তার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গুরুদাসপুর উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।