জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
===***সুন্দর সাজানো গোছানো নির্মল আদর্শ সমাজ উপহার দিতে প্রয়োজন একজন আদর্শ মা’র***===
বিচিত্র এ ধরণী। বিচিত্র এ ধরণীর অধিবাসীরা। বিচিত্র ধরণের নারী-পুরুষের বসবাস এ ধরণীতে। কোটি কোটি নারী-পুরুষের সমন্বয়ে গঠিত কোটি কোটি পরিবারের বসবাস এ পৃথিবীতে।
ঘরে ঘরে অগণিত মায়ের অবস্থান। মায়ের অভাব নেই সমাজে। কিন্তু বড় অভাব আদর্শ মায়ের।
সুন্দর সাজানো গোছানো নির্মল আদর্শ সমাজ উপহার দিতে প্রয়োজন একজন আদর্শ মা’র।
একজন আদর্শ মা'র অভাবে সমাজে ঐশীর মত হাজারো ছেলে-মেয়ে অনাদরে-অবহেলায় বেড়ে উঠে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
এই কু-সন্তানেরা নেশাগ্রস্থ হয়ে নিজের মা-বাবাকেও খুন করতে ও তাদের বুক কাপছে না। নেশায় তারা অমানুষ হয়ে গেছে।
ঐশীর ঘটনা আমাদের সমাজের সব শ্রেণীর মানুষদেরকে ভাবিয়ে তুলেছে। নষ্ট হয়ে যাওয়া ছেলে-মেয়ের বাবা-মা'রা এখন তাদের জীবন নিয়ে শংখিত। কোন সময়ে তাদেরকেও প্রিয় সন্তানের হাতে মৃত্যু বরণ করতে হয় সেই চিন্তায় অনেকের ঘুম হারাম।
কিন্তু এখন আর চিন্তা করে কি লাভ? যেমন কর্ম তেমন ফল। কর্মের ফল সবাইকে দুনিয়া ও আখিরাতে ভোগ করতে হবে।
একজন আদর্শ মা তার সন্তানদেরকে সু-শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে আমাদের সমাজ কতইনা সুন্দর হতো। সু-সন্তানদের পদচারনায় সমাজ থেকে সকল প্রকার অনাচার-অত্যাচার-পাপাচার দুর হয়ে যেতো--
একটি সুন্দর সাজানো গোছানো নির্মল আদর্শ সমাজ উপহার দিতে একজন আদর্শ মায়ের আজ বড় অভাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।