সভ্যাতা মানুষের তৈরি ,মানুষ সংগ্রামের পথ ধরে বেয়ে চলা সৈনিক । তাই মানুষের জয় অনিবার্য
গত ২০ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নের বাঘাইছড়িতে সেনাবাহিনী ত্ত সেটেলারদের দেত্তয়া আগুনে পুড়ে কয়লা ৫০০ শতাধিক পাহাড়ি বাড়ি । এই যেন এক সবুজ পাহাড়ে আগুন আর পাহাড় হল নীল । জলআই রঙে সয়লাব বাঘাইছড়ি। বাড়ি পাশের সমস্ত গাছগুলো সবুজ রঙ হারিয়ে তাকে আবৃত করে রাখল পুড়ে যাওয়া বাড়ির ছাই ।
আজকে পাহাড়ে শান্তি মিছিল হচ্ছে সে শান্তির উদ্যোগ যদি আরো আগে হত তাহলে এতদিনের পাহাড়িদের সচ্ঞিত সমস্ত সম্পদ আর তাদের জীবন যেত না । একটি জাতিকে ধ্বংস করার জন্য রাষ্ট্র তার আয়োজন সবসময় রাখে ,একটি জাতিকে মানসিক আর শারীরীকভাবে পতনের জন্য আর কি লাগে। আজকে যারা নিজেদের সমস্ত সম্পদ ছেড়ে আশ্রয় নেই গভীর জঙ্গলে তারা জানে না তাদের কি অপরাধ । তাদের ধ্বংসের স্বাভাবিক প্রক্রিয়া সরকার অনুসরন করে।
একটা জাতির সর্বনাশের জন্য রাষ্ট্রশক্তি পাঁচটা ধাপ অনুসরন করে
১.সাংস্কৃতি আগ্রাসন
২.পুর্নবন্টন অথ্যাৎ সেটেলারদের অনুপ্রবোশ
৩.সাম্প্রদায়িকতা তথা জাতিগত সমস্যার সৃষ্টি করা
৪.সামরিক আধিপত্যবাদ কায়েম করা
৫.গনহত্য
এই পাঁচটি প্রক্রিয়া পার্বত্য চট্টগ্রামে বেশ সফলভাবে সম্পন্ন করে রাষ্ট্রশক্তি ,কায়েম করে জলপাই রঙের স্বৈরাচার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।