প্রচেষ্টা................
করলার তেতো রসের মধ্যে লুকিয়ে আছে এমন সব উপাদান যা কিনা ব্রেস্ট ক্যান্সারের কোষ ধ্বংস করতে সাহায্য করে এবং এর বৃদ্ধি রোধ করে৷
ভারতীয় বংশোদ্ভূত গবেষক ডক্টর রত্না রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের প্যাথলোজি বিভাগের প্রফেসর এবং শীর্ষস্থানীয় গবেষক৷ রত্না জানান, তিনি করলার রস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় আবিস্কার করেন যে তেতো এই সব্জির রস ব্রেস্ট ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করে৷
তিনি আরও জানান, এই রিপোর্টটিই হচ্ছে প্রথম রিপোর্ট যাতে ক্যান্সার কোষের উপর করলার রসের ক্রিয়ার ব্যাখ্যা দেয়া হয়েছে৷ তিনি বলেন, গবেষণার ফলাফল তাদের উৎসাহিত করেছে৷ তারা প্রমাণ করতে পেরেছেন যে, করলার রস ব্রেস্ট ক্যান্সারের কোষ ধ্বংস করতে শুধু সাহায্য করে তা নয়, এর বৃদ্ধি এবং ছড়িয়ে পড়াও রোধ করে থাকে৷
বিশেষজ্ঞরা বলছেন, ব্রেস্ট ক্যান্সার নিরাময়ে করলার রসের প্রভাব নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন৷ কারণ অন্য গবেষণায় দেখা গেছে, এটি রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয় এবং কোলেস্টেরলের মাত্রা নীচে নামায়৷
ডক্টর রত্না রায় একটি নিয়ন্ত্রিত ল্যাবে মানুষের ব্রেস্ট ক্যান্সারের কোষ ব্যবহার করে পরীক্ষা চালান৷ তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে৷ এবং এর ফলে অনেক রোগী বেঁচে যাচ্ছেন৷ তাদের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে৷ তা সত্ত্বেও এই রোগে আক্রান্ত হয়ে অনেক নারী মারা যাচ্ছেন এখনও এবং এর জন্য নতুন চিকিৎসা ব্যবস্থা জরুরি ৷
প্রফেসর রায় জানান, প্রাকৃতিকভাবে উৎপন্ন খাবারের উপাদান ব্যবহার করে ক্যান্সার প্রতিরোধ করাকে এই রোগের ক্রমবর্ধমান প্রকোপ হ্রাসের এক ব্যবহারিক উপায় হিসেবে দেখা হচ্ছে৷ ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হবার উঁচু সম্ভবনা রয়েছে এমন নারীদের খাবারে করলা পথ্য হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ গবেষণা হতে পারে৷ তিনি অবশ্য করলার রসকে ব্রেস্ট ক্যান্সার নিরাময়ের অলৌকিক ব্যবস্থা হিসেবে দেখার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন৷ তিনি বলেন, করলা ভারত উপমহাদেশ ও চীনে সহজলভ্য৷ এর পরও এই দেশগুলেতে নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।