আমি চলি আমার মত, কার কি সাধ্য আমাকে আটকায়....
বিডি নিউজ থেকে হুবহু তুলে দিচ্ছি ||
যারা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্যবহার করে তাদের বিষন্নতায় ভোগার সম্ভাবনা বেশি। ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় একথা বলেছেন।
তবে ইন্টারনেটের কারণেই মানুষ বিষন্ন হয়ে পড়তে পারে নাকি বিষন্নতায় ভোগা মানুষেরাই ইন্টারনেট ব্যবহারের দিকে ঝুঁকে বেশি গবেষণায় তা স্পষ্ট জানা যায়নি।
লিডস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, উৎসুক কিছু নেট ব্যবহারকারী নেশার মতো ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে তারা বাস্তব-জীবনের সামাজিক মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে মেতে থাকে ইন্টারনেট চ্যাট কিংবা সামজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে।
সাইকোপ্যাথলোজি জার্নালে এ গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ক্যাটরিওনা মরিসন বলেছেন, গবেষণা থেকে এই সাধারণ ধারণাই আরও দৃঢ় হয়েছে যে, মাত্রাতিরিক্ত ওয়েবসাইট ব্যবহারের কারণে মানুষ স্বাভাবিক সামাজিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে তাদের বিষন্নতা কিংবা আসক্তির মতো মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়।
এ ধরনের ঝোঁক মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।