আমাদের কথা খুঁজে নিন

   

ছাগচিহ্ন টিউটোরিয়াল

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

ছাগল একটি চতুষ্পদ প্রাণী। অত্যন্ত নিরীহ, সর্বভূক ও বুদ্ধিহীন বলে তার বদনাম রয়েছে। মানুষের প্রজাতি জীনবৈশিষ্ট্যে ছাগল না হলেও অনেক নির্বোধ গোঁয়ারকে আমরা এই নামে ডেকে থাকি। তবে বাংলা ব্লগোস্ফিয়ারে এই নামটি একটি বিশেষ অর্থ ধারণ করে। যেমন- রেজাকার বা রাজাকার অর্থ বন্ধু, সাহায্যকারী।

কিন্তু আমরা এই নাম দেই সেই সকল কুলাঙ্গারকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিবাহিনীকে সাহায্য করেছে। নিজের দেশমাতার সাথে বেঈমানি করেছে, দেশের মানুষকে হত্যা, রাহাজানি, লুঠ, অগ্নিকাণ্ড ঘটিয়েছে। নারীর সম্মান ভুলুন্ঠন করেছে। সেই রাজাকারগুলো আমাদের দূর্ভাগ্য যে আমাদের মাঝে এখনও বিদ্যমান। পাকিহুজুরের গোয়ামারার সুখ তারা ভুলতেই পারে না! বাংলা ব্লগে ছাগুপ্রজাতির বিভিন্ন নিকে বিচরণ সকলেরই জানা।

এখন যুদ্ধাপরাধী বিচার যতো এগিয়ে আসছে, স্বাধীনতার স্বপক্ষের শক্তি যতোই সংগঠিত হচ্ছে ততোই এই ছাগুদলের হাউমাউ বাড়তেছে। মুক্তিযুদ্ধের সময় প্রকাশ্যে ফাকিস্তানিদের সাপোর্ট দেয়া রাজনৈতিক দল জামাত আর তার লেজুড় শিবির তৎপর। এই সকল বাংপাকি-গেলমানদের চিহ্নিত করুন, নিজের স্বার্থেই! এখানে একটা ছাগু যুদ্ধশিশু নিয়ে জ্ঞান বিতরণে নেমেছে । একাত্তর বাহাত্তর হিসাব করে কী গালাগাল করলো! একে অবশ্য অনেক আগেই চিহ্নিত করা গেছে । দেখলাম ছুপা থাকে বলে অনেকেই হয়তো জানেন না।

আসুন আমরা নিজ উদ্যোগে ছাগুচিহ্নিত করি। আমীন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।