টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমের টানে একই রশিতে ফাঁস দিয়ে প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চকদিয়া গ্রামে।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানায়, ঘাটাইল উপজেলার চকদিয়া গ্রামের ফজলুল হকের ছেলে রাসেল আহমেদ (২২) ঢাকার এশিয়া নিটি গার্মেস্টে স্টোরকিপারের চাকুরী করতো। এ সময় অজ্ঞাত এক মেয়ের সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। রাসেল পিতা মাতাকে মেয়ের সর্ম্পকে জানিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়।
কিন্ত পিতা মাতা ঐ মেয়েকে মেনে নিতে রাজি হয়নি। পরে রাসেল গত ২ মাস আগে ঢাকার ঐ চাকুরী ছেড়ে বাড়িতে চলে আসে।
এদিকে সোমবার দিন ঐ প্রেমিকা এসে বাড়িতে ওঠে। এ সময় রাসেল তার বাবা মা কে পূনরায় অনুরোধ করে তার সাথে বিয়ে দেয়ার জন্য। বাবা-মার কাছে কোন অনুমতি না পেয়ে রাতে রাসেলের থাকার ঘরের আড়ার সাথে একই রশির দুই মাথায় দুইজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সকালে দরজা খুলতে দেরি হওয়ায় বাবা-মা আশপাশের লোকজন মিলে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় তারা আত্মহত্যা করেছে। এ ঘটনায় ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।