আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের গোমতি নদী চলে বাকে বাকে ,বৈশাখ মাসের আগেই তাতে জল নাহি থাকে

মারে মামা মারে

দুই একদিন আগে হঠাত করে কুমিল্লার গোমতি নদী দেখার ইচ্ছা হইল অবশ্য আমার বাসা কুমিল্লা শহরে এজন্য ওইদিকে যাওয়া হয়না।কিন্তু যখন গোমতির ধারে দিয়ে হাটতে ছিলাম হঠাত দেখি একটা ট্রাক গোমতিতে নেমে যাচ্ছে আমি হায় হায় ড্রাইভারের কি মাথা খারাপ হইল নাকি।কিন্তু আমাকে অবাক করে দিয়ে ট্রাকটি পুরো নদীর মধ্যথানে পৌছে গেলো আর কিছু শ্রমিক ট্রাকটিকে ওয়াশ করে পরিষ্কার করা শুরু হলো।আশ্চর্য়ের ব্যাপার হল নদী আর নদী নাই নদীর মধ্যদিয়ে হেটে একপাড় হতে আরেক পাড়ে যাওয়া যায় ।আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ছবি তুলে আনলাম দেখুন নদীর কত মর্মান্তিক আর ভয়ানক অবস্হা ।এর আগে এই রকম অবস্হা আরে দেথি নদী শুকিয়ে একেবারে চৌচির। মনে হচ্ছে বৈশাখ মাসে নদীতে ক্রিকেট খেলার মাঠ বানানো যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।