আমাদের কথা খুঁজে নিন

   

নির্মলেন্দু গুণের "হুলিয়া" লেখার পূর্বমুহুর্ত যেমন ছিল..........................

আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে.........

অক্টোবর মাস। ১৫ তারিখ। এনএসএফের কিছু পান্ডা তুমুল আড্ডায় বসেছে। চপ-কাটলেট এসেছে। কফি এসেছে।

সিগারেটের ধোঁয়ায় কেবিন অন্ধকার। স্থান" লিবার্টি কাফে'। কাফের কোনার দিকে শুকনো মুখে নির্মলেন্দু গুণ একা বসে আছেন। তিনি খানিকটা বিষন্ন। তার পকেট ধুপখোলার মাঠ।

এক কাপ চা কিনবেন সেই উপায় নেই। নির্মলেন্দু গুণ কবিতা লেখা শুরু করেছেন,তবে কবি স্বীকৃতি তখনো পাননি। কবিতা নিয়ে তাকে শরিফ মিয়ার ক্যানটিনে আড্ডা দিতে দেখা যায়। সেই আড্ডায় কবিতা বিষয়ক আলোচনার সঙ্গে সঙ্গে তিনি মাথা থেকে উকুন বাছেন এবং শশব্দে উকুন ফোটান। তার পাশের লোকজনদের বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করেন,উকুন ফোটাবেন?নেন আমার কাছ থেকে।

কোন অসুবিধা নেই। সাপ্লাই আছে। তখন তার বিষয়ে প্রচলিত ছড়াটা হলো- নির্মলেন্দু গুন মাথায় উকুন। লিবার্টি কাফেতে নির্মলেন্দু গুণ উকুন বাছা শুরু করেছেন। তার সামনে এক কাপ কফি।

এবং একটা চিকেন কাটলেট। খাবারের দাম কিভাবে দিবেন-এই নিয়ে তার মধ্যে সামান্য শঙ্কা কাজ করছে। তবে তিনি প্রায় নিশ্চিত দুপুরের মধ্যে পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যাবে। কপাল ভালো থাকলে তার উপর দিয়ে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। লিবার্টি কাফের মোরগ পোলাও অসাধারণ।

নির্মলেন্দু গুণের মাথায় একটা কবিতার কয়েকটা লাইন চলে এসেছে। লাইন গুলি তাকে যথেষ্ট যন্ত্রণা দিচ্ছে। লিখে ফেললে যন্ত্রণা কমত। সঙ্গে কাগজ-কলম না থাকায় যন্ত্রণা কমাতে পারছেন না। কী মনে করে মাথার একটা উকুন তিনি কফির কাপে ফেলে দিলেন।

কফি খেতে খেতে একটা উকুন কিভাবে মারা যায়,সম্ভবত এই দৃশ্য তার দেখতে ইচ্ছা করল। মাথার ভেতরে কবিতা আর চুলে উকুন এই দুয়ের যন্ত্রণায় তিনি অস্থির। কবিতার প্রতিটি শব্দ আলাদা করা যাচ্ছে। উকুনগুলি আলাদা করা যাচ্ছে না। নির্মলেন্দু গুণ মনে মনে একের পর এক লাইন সাজাতে লাগলেন।

আমি যখন বাড়িতে পৌছলুম তখন দুপুর, চতুর্দিকে চিক চিক করছে রোদ্দুর-; আমার শরীরে ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাড়িয়েছে। অতি বিখ্যাত কবিতাটির নাম "হুলিয়া"। এই একটি কবিতাই তার নামের আগে কবি শব্দটি চিরস্থায়ীভাবে বসিয়ে দিল। তথ্যসূত্র: মাতাল হাওয়া-হুমায়ুন আহমেদ(পৃষ্ঠা-১৪৭)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.