আমাদের কথা খুঁজে নিন

   

সময়ও দ্রুত চলে যাচ্ছে..............তাই আওয়াজ তুলুন ..............

সজল খালেদ - কার কত কাছের ছিল, সেটা আপলোড করা ছবিতে দেখলাম। তার প্রতি কে কত আবেগি, সেটা সবার স্ট্যাটাস পড়ে জানলাম। এই ফেজটা আশাকরি ওভার হয়েছে। তাই জরুরী কাজটার দিকে সবার মনোযোগ দেয়া দরকার। তার লাশ দেশে আনা দরকার।

ওনার সাথে আমার কোন ব্যক্তিগত সখ্যতা ছিল না। ছবিও নেই। সে আমার বন্ধুদের বন্ধু মাত্র। তাই সেরকম ব্যক্তিগত কোন বিশেষ আবেগও নেই। আমি শুধু জানি - সে বাংলাদেশের পতাকা বহন করে এভারেস্টের চুড়ায় উঠেছিল।

বাংলাদেশের পতাকা ধরে উল্লাস করেছিল। নামার সময় সর্বনাশা মৃত্যু তাকে নিয়ে গেছে। আমার পতাকা যেহেতু সে বহন করছিল। তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমি এড়াতে পারি না। জেনেছি - তার পরিবারের পক্ষে, লাশ উদ্ধারের বিরাট খরচ বহন করা সম্ভব না।

সরকার, তার স্পন্সর, ক্লাব - থেকে উদ্যোগ নিলে হয়তো সম্ভব হবে। শুনলাম তার স্ত্রী নেপাল যাচ্ছেন। সরকারের পক্ষ থেকেও লাশ ফেরত আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এম্বেসিও এ বিষয়ে কাজ করছে। সেটা যেন ত্বরান্বিত হয়, তার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে।

সময়ও দ্রুত চলে যাচ্ছে। সিদ্ধান্ত নিতে দেরী হলে লাশ খুঁজে পাওয়া এবং উদ্ধারে সমস্যা বাড়তে থকবে। তাই আওয়াজ তুলুন ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।