আমাদের কথা খুঁজে নিন

   

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৬তম বার্ষিক মারকাজী ইজতিমা '১০ সরাসরি সম্প্রচার (অডিও) করা হবে

http://yousufsultan.com/

২৫ ও ২৬ শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার ও শুক্রবার, ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ি মাদরাসা), ৩১২, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৬ তম বার্ষিক মারকাজী ইজতিমা '১০ । গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদের খতিব মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ ইজতিমায় উপস্থিত থাকবেন মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ. এর খলীফাগণ এবং দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ। ইসলামের শিক্ষা ও শান্তির বানী মানুষের কাছে পৌঁছে দিতেই প্রতি বছর এই আয়োজন। সময়সূচী : ২৫ তারিখ সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ইজতিমা চলবে। ২৬ তারিখ ফযরের নামাযের পর থেকে বিকেল পর্যন্ত চলে মুনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতিমা। [sbসরাসরি অডিও সম্প্রচার : আইবি নিউজ অনলাইন ইজতিমার সরাসরি (অডিও) সম্প্রচার করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।