আমাদের কথা খুঁজে নিন

   

চুক্তি নিয়ে আ:লীগ ও খেলাফত মজলিসে নতুন বিতর্ক....। পত্রিকার খবর।



খেলাফত মজলিসের সাথে আওয়ামী লীগের চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। খেলাফত মজলিসের সাথে চুক্তি সম্পর্কে শেখ হাসিনা বলেন, খেলাফত মজলিস ধর্মনিরপেক্ষতা মেনে নিয়েই চুক্তি করেছিল। মুসলিম ভোট ভাগ করার জন্য এই চুক্তি করা হয়। এ দিকে শেখ হাসিনার বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফ গতকাল এক বিবৃতিতে বলেন, খেলাফত মজলিস ধর্মনিরপেক্ষতা মেনে নিয়েই চুক্তি করেছে বলে শেখ হাসিনার বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে।

শেখ হাসিনার বক্তব্য বাস্তবতাবিবর্জিত। বিবৃতিতে তিনি বলেন, চুক্তির ৫ দফার কোথাও ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ নেই, বরং প্রতিটি দফাই মুসলামানদের ঈমান, আকিদা সংরক্ষণ এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রাণের দাবি। বাংলাদেশ খেলাফত মজলিস হজরত মুহাম্মদ (সাঃ) ও খেলাফায়ে রাশেদার আদর্শ অনুসৃত নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কর্মসূচি নিয়ে আন্দোলন ও সংগঠন পরিচালনা করছে। যে নীতিতে রাষ্ট্রের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায় তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। ঠিক তেমনিভাবে সংখ্যালঘুরা রাষ্ট্রে যে ভাবে জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা ভোগ করবে।

ঠিক তেমনিভাবে সংখ্যালঘুরা রাষ্ট্রের আইন মেনে নিয়ে মুসলমানদের মতো স্বাধীনতা ভোগ করবে। এখানে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার কোন অবকাশ নেই। উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর আওয়ামীলীগ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে নির্বাচনী স্নারক স্বাক্ষরিত হয়। নির্বাচনী সমঝোতা স্নারকে উল্লেখ করা হয় , বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ খেলাফত মজলিস এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে, নিম্নেবণিত ৫ টি বিষয়ে ঐকমত্য পোষণ করে আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ করবে এবং মহান আল্লাহতায়ালা বিজয় দান করলে এই বিষয় গুলো বাস্তবায়ন করবো । ১।

পবিত্র কুরআন -সুন্নাহ ও শরীয়ত বিরোধী কোন আইন প্রণয়ন করা হবে না। ২। কাওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। ৩। নিম্নেবর্ণিত বিষয়ে আইন প্রণয়ন করা হব : (ক) হজরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী।

(খ) সনদপ্রাপ্ত হক্কানি আলেমগণ ফতোয়ার অধিকার সংরক্ষণ করবেন। সনদবিহীন কোনো ব্যক্তি ফতোয়া প্রদান করতে পারবে না। (গ) নবী-রাসূল ও সাহাবায়ে কেরামের সমালোচনা ও কুৎসা রটনা করা দন্ডনীয় অপরাধ। বিস্তারিত এখানে দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.