আমাদের কথা খুঁজে নিন

   

SHAMELESS SHAME!!!

আমি বেচেঁ থাকতে ভালবাসি

অঙ আমার বন্ধু। ওর সাথে আমার বেশি দেখা হয় শাহবাগ মোড়ে কিংবা ছবির হাটে। যতবারই দেখা হয় কোন না কোনও নিমন্ত্রণ থাকবেই,"কাকড়া রেঁধে রেখেছি বাসায় চলেন.." কখনও আমি ইতস্তত করলে হাতের মধ্যে স্বভাবসুলভ চাপ দিয়ে বলে "চলেনতো.."। এরপর দুই হাতকে ওপরে নীচে ফুট খানেক দূরত্বে রেখে বলে ,"১০০% খাঁটি আর ০%কেমিক্যাল যুক্ত.."। অঙ চোলাই মদের কথা বলছে।

এরপর যেটা হয় প্রায়শঃই লোভ সামলান সম্ভব হয়না। কখনও থাকে শুয়রের মাংসের ঝালের নিমন্ত্রণ, যেখানে অনিবার্য ভাবে ঘটে পাহাড়ি মরিচের বিস্ফোরণ । খাবার আগে এবং পরে যেটি ঘটে তা হল প্রথমটির ক্ষেত্রে শুধু জিহবা থেকে পরেরটির ক্ষেত্রে চোখ,নাক,মুখ সবখান থেকে সৃস্টি হয় সুপ্ত জলপ্রপাতের অঝোর ধারা। "কি মিয়া রান্না কেমন হইছে?" আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসিতে প্রশ্ন করে,আমার দিকে তাকিয়ে কপট অনুরোধের সুরে বলে,"দেখেন না ভাই, আপনার রেডিওতে আমারে দিয়া একটা রান্নার পোগ্রাম করা যায় কিনা, নাম থাকবে ,"অং রাখাইন'স রেসিপি''। একটা আমি বলি,"নাচতে পারবেন? তাহলে রেডিওটতে আপনার একটা একক নাচের প্রোগ্রামের আয়োজন করি" ইদানিং আমি অঙ কে এড়িয়ে চলি,আমি বড় বিব্রতবোধ করি অঙের সামনে পরতে ।

ও শেষ গত শুক্রবার একটা এস এম এস করেছিল "21st Feb 3pm varsity asben,show aache" আমি যেতে পারিনি। বন্ধু ! আমি লজ্জিত..গর্বিত হবার দিনে আজ বাঙ্গালি হিসেবে আমি বড় লজ্জিত...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.