"মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা" এ েস্লাগানটি শুধুই ২১ এ ফেব্রুয়ারির জন্যই সীমাদ্ধ ? নাকি এটিই হবে বাংলীর সারাবেলার সঙ্গী, যদি তাইই হয়ে থাকে তবে আমাদের সোনার ছেলেরা কেন আজ নিজেদের কথায় অন্য ভাষা ব্যবহার করে বেশ মজা পায়। কেন বা বাংলার সাথে অন্য ভাষার মিশ্রন ছাড়া আমাদের পূর্ণতা আসে না ?
আমাদের ভাষায় কি. দূর্বলতা আছে ? যে আমরা অন্যদের ভাষা ব্যবহার করে নিজেকে ধন্য মনে করবো। আমাদের ভাষাই সবচেয়ে দামী, কারণ এ আমাদের ৩০লক্ষ শহীদের রক্তে কেনা ভাষা। তাই আসুন আজ এই ভাষা দিবেস আমরা অঙ্গীকার করি আমাদের বীর বাঙ্গালীদের রক্তে কেনা ভাষাকে আমরা আর অপমানীত করবো না।
আমরা গর্ব করে বলবো "মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।