সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক
৫২রে ঢাকার বুকে পাকিস্তানী শোষক
উর্দূ হবে রাষ্ট্রভাষা কইয়া দিলো ঘোষক।
তাই না শুনে ছাত্র সমাজ, গর্জে উঠে কয়
বাংলা হবে রাষ্ট্রভাষা অন্য ভাষা নয়।
সেই দাবিটা পাকিস্তানী মানতে নাহি রাজি,
ভাষার তরে ছাত্র সমাজ রাখলো জীবন বাজি।
৫২এর ফেব্রুয়ারি ২১ তারিখ ভাই
বিশ্ব জোড়া এমন বিরল ঘটনা আর নাই,
সোনার দেশের সোনা ছেলে রাখতে ভাষার মান,
বীরদর্পে এগিয়ে চলে জীবন করে দান।
বুঝলো শেষে শোষকেরা ঠান্ডা মাথায় ভাবি,
ভাষার তরে জীবন দেয় কেমন বীরের জাতি।
দেশের তরে যে জাতিটার এত্তো প্রবল বোধ,
কোন শক্তি পারবে তাহার পথ করিতে রোধ?
আজকে দেখি অবাক হয়ে বিশ্বায়নের নামে
মাতৃভাষা বিকিয়ে যায়, ভিন্ন ভাষার দামে।
সবুজ দেশের অবুঝ শিশু অসহায়ের মতো,
ভিন্ন ভাষা শিক্ষা নিতে অহর্নিশি রত।
সেই শিশুটার মাকে দেখি, কথা বলার ফাঁকে,
জানিয়ে দেয় ছেলে তাকে মাম্মি বলে ডাকে।
এই যদি হয় দেশের ভেতর, তাইলে জেনো ভাই
শহীদ মিনার, একুশ তারিখ ক্ষমা করে নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।