আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
বর্ণমালা
বর্ণে বর্ণে সাজানো এক বর্ণিল স্বপ্নমালা
যেন স্নেহে ভরা মায়ের কোল
মায়ের কোলে শিশুর বোল
যেন মায়ের হাতে নক্সিকাঁথা রঙ্গিন ফুল তোলা।
বর্ণমালা
বর্ণে বর্ণে সাজানো এক বর্ণিল কাব্যমালা
যেন মধুমালার প্রেমের পদ্য
দিন মজুরের শ্রমের গদ্য
যেন লালন শাহের উদাস করা মধুর গানের পালা।
বর্ণমালা
বর্ণে বর্ণে সাজানো এক বর্ণিল ফুলমালা
যেন গোলাপ রাঙা কুসুম কুঞ্জ
গুন গুনানো ভ্রমর গুঞ্জ
যেন রঙ্গিন ফুলে সাজানো এক ভালবাসার ডালা।
বর্ণমালা
বর্ণে বর্ণে সাজানো এক গল্প কথার মালা
যেন জোসনা রাতে দাদুর গল্প
রুপ কাহিনীর যাদু্র কল্প
যেন গল্পে ভরা রাজ়া রানীর ঠাকুরমার ঝোলা ।
বর্ণমালা
বর্ণে বর্ণে সাজানো এক বর্ণিল মেঘমালা
যেন মেঘের পরে মেঘের রাশি
বাঁধ ভাঙ্গা ঐ চাঁদের হাসি
যেন আকাশ জুড়ে রংধনুটির সাতটি রঙের খেলা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।