আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণমালা সঠিক করে বলতে পারা না পারা...


ভুলে যাওয়া বর্ণমালা পড়ছিলাম ও জানতে পারলাম লেখকের মনের কথা। জেরী নিজের কাছেই নিজে লজ্জ্বা পেয়েছেন বাংলা বর্ণমালা সঠিক ক্রমে বলতে না পারায়। আমি কিন্তু বিষয়টিকে সব সময় একটু অন্য চোখে দেখি। সঠিক ক্রমে বাংলা বর্ণমালা বলতে না পারলে আমরা অনেকেই খুব লজ্জা পাই, যারা বলতে পারি তারা নিজেদের একটু অন্যরকম ভাবি। কিন্তু সঠিক ক্রমে বর্ণমালা বলতে পারাটা কি বিশেষ কিছু বোঝায়? মানে দেশকে ভালবাসি, বাংলাকে ভালবাসি, বাংলা সংষ্কৃতিকে ভালবাসি ইত্যাদি? নিশ্চই নয়।

আমরা ছোটবেলায় ১ থেকে ২০ পর্যন্ত নামতা শিখেছিলাম। এখন কয়জন ১৩ থেকে ১৯ ঘরের নামতা সেই ছোট্ট বেলার মতো দ্রুত বলতে পারি? কয়জনের মনে আছে ১৩-১৯ ঘরের নামতা? নামতাও কি বাংলার কিছু নয়? তবে সেটা না পারলে কেন সেই লজ্জ্বটা পাইনা যা বাংলা বর্ণমালার বেলায় পাই? (যাই হোক, জেরী আবার ভাববেন না যে, আমার এই সকল প্রশ্ন কেবলমাত্র আপনাকে কেন্দ্র করেই। ) ধরে নিলাম, আমি বর্ণমালা সঠিক উচ্চারণে ও ক্রমে বলতে পারলাম কিন্তু বাংলা বানানে একদম গাধা, তখন কি হবে? ধরে নিলাম আমি বানানেও খুব পাকা কিন্তু গোলমাল পাকাই কোনটা বিজয় দিবস ও কোনটি স্বাধীনতা দিবসদুটির মাধ্যে। (আমি দেখেছি অনেকেই তাড়াতাড়ি বলতে পারেনা, ও দুটোর ভেতর গোল পাকিয়ে দেয়)। ধরে নিলাম আমি বাংলার ইতিহাসেও খুব পটু কিন্তু আজ বাংলা মাসের কত তারিখ সেটা জানিনি, তখন কি হবে? অনেকের ভেতর এই ভাব দেখেছি যে দেশকে ভালবাসার কিছু পূর্বশর্ত হিসাবে তারা এই জ্ঞানগুলিকে যাচাই করেন।

তাই যদি হবে, তবে কি কোন অশিক্ষিতই দেশকে ভালবাসেনা? (আমি ভুল হতে পারি তবে শুনেছি চিনারা নাকি জাপানীজরা তাদের সকল অক্ষর চেনেনা। কাঞ্জী নামে নাকি তাদের কিছু একটা আছে যা একজন বিশ্ববিদ্যায়ের ছাত্র মাত্র ৮০টার মতো জানে। তাদের আছে ২০০০+ কাঞ্জী) যাই হোক, বেশি কথা না বাড়িয়ে (আঁতলামির দিকে চলে যাচ্ছে), আমি শুধু বলতে চাই, যারা সঠিক ক্রমে বলতে পারছেন না, এতোটা লজ্জ্বার কিছু নাই, বা কেউ সঠিক ক্রমে বলতে না পারলে তাকে লজ্জ্বা দেবেন না। বিশেষ করে কেউ যদি মনে করে এগুলি বলতে না পারা মানে আমি দেশটাকেও ভালবাসিনা, তবে সেই নির্ণয়টা খুব ভুল হবে... তবে আমাদের উচিত আমরা যেন এগুলি পারি ও আমাদের ভবিষ্যত প্রজন্মকে শেখাতে পারি...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।