আমাদের কথা খুঁজে নিন

   

পরবর্তী আবুবকরদের জন্য অগ্রীম শুভকামনা



"সিলেট সরকারি কলেজ শিবিরমুক্ত করলো ছাত্রলীগ" শিরোনামে একজন ব্লগার মহা উৎসাকে ছাত্রলীগ কর্তৃক শিবির উৎখাতের বয়ান অনেকগুলো ছবি সহকারে পোস্ট দিয়েছে। কিছু ব্লগার প্রতিবাদ করলো আর অনেক ব্লগার মহা উৎসাহে ছাত্রলীগকে সাধুবাদ জানালো এইরকম একটা কাজ করার জন্য। সরকার যেভাবে শুরু করেছে তাতে শিবির আর বেশিদিন টিকবে বলে মনে হয় না। তাহলে ঘটনা দাড়ালো শিবিরমুক্ত বাংলাদেশ। তাহলে ছাত্রলীগের সোনার ছেলেরা এইসব ধারালো অস্ত্র আর শিবির খেদানোর সিমাহীন জোস কি করবে?? পুলিশের কাছে জমা দিবে?? তাতো মনে হয় না।

এখনকার বাস্তবতা তা বলেনা। তখন পুরা দেশ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর মত আর এইসব উল্লাসকারীরা হবে আবু বকর এর মতো অথবা সমস্ত লীগের নিজস্ব মারামারিতে যারা নিহত হয়েছে তাদের মত। ছাত্রলীগের সোনার ছেলেরা তাদের ঘরবাড়ী পুড়িয়ে দেবে, তাদের বোনদেরকে মানিকেরা ধর্ষনের সেন্চুরী করে উল্লাস করবে (জাহা: বিশ্ব: দ্রষ্টব্য যেখানে অনেক আগে থেকেই শিবিরমুক্ত) আর সবশেষে ওরাও আবু বকর এর মতো ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত হবে। সাংবাদিকরা লিখবে "কয়েকবছর পূর্বে বর্বর শিবিরের সন্ত্রাসিদের করা গুলিতে গতকাল একজন সাংবাদিক নিহত" সুতরাং উল্লাসকারীরা আশা করি পরপারে গিয়েও আপনাদের এই উল্লাস বজায় থাকবে। হাজার হলেও আপনাদের আপনাদের বাহবা নিয়েই তারা আপনাদের পরপারে পাঠিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।