আমাদের কথা খুঁজে নিন

   

তাড়াতাড়ি চলে আসবা, হ্যাঁ....???

সূর্যস্নানে চল....

বড় ভাইয়া যখন রাজশাহীতে ছিল তখন বাসার গেস্ট রুমটা ছিল ওর দখলে। আমি তখন একদম পিচ্চি। 1/2 তে পড়ি। ভাইয়ার রুমটা আমার অনেক বেশী পছন্দ ছিল। ভাইয়া সারাদিন ওর ঘরে পড়ালেখা করত তাই রুমে জানালার উপর একটা সুন্দর বোয়েমে বিস্কিট রাখত।

ক্ষিদা পাইলে খাইত। ওই বোয়েমের দিকে ছিল আমার নজর। আর সে কারনেই ওর রুমটা আমার পছন্দের ছিল। ভাইয়ার এইচএসসি শেষ হলে আমি আর ভাইয়া ভ্রমনে বের হলাম। ঝিনাইদহে দাদু বাড়ি, যশোরে চাচাতো বোনের বাসা, সাতক্ষিরায় ফুফুর বাসা, খুলনায় দুই খালার বাসায় বেড়াতে গেছিলাম।

চলে আসার সময় ফুফু আমাকে ১০০টাকা দিয়েছিল। আমি তো খুশিতে বাগবাগ। একবারে বড় লোক হয়ে গেলাম এমন ভাব। অনেক মজা হয়েছিল সেবার। এইচএসসির পর ভাইয়া ঢাকায় চলে গেল।

বুয়েটে ভর্তি হয়ে গেল। তখন মোবাইল এভেইলেবল না থাকায় আমরা ভাইয়াকে চিঠি লিখতাম। ভাইয়াও আমাকে আপুকে আলাদা আলাদা করে চিঠি লিখত যখন ভাইয়ার চিঠি আসতো তখন কি আনন্দ! মনে আছে মাঝে মাঝে ভাইয়া টিএন্ডটি তে ফোন দিত। সে সময় টিএন্ডটি তে ফোন দিতেও মিনিটে ২০ টাকা করে লাগত!!! :O আমি তখন ক্লাস সেভেন/এইটে। আম্মুর সাথে ঢাকায় আসলাম, বায়না ধরলাম আমাকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যেতে হবে।

কিন্তু ভাইয়া ব্যাস্ত। তখন বিরক্ত হয়ে বললাম, ‘ধুর তোমার মধ্যে কোন রসকস নাই’। কিন্তু দুদিন পর ভাইয়া আমারে নিয়া গেল। সারাদিন ওয়াটার কিংডমে লাফাঝাফা, ফ্যান্টাসির রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট এগুলোতে চড়ে সেইরকম মজা পেলাম। তখন ভাইয়া আমাকে টিটকারী দিয়ে বলল, ‘কিরে আমার মাঝে নাকি রসকস নাই।

আমি তখন, :p আমার এডমিশন কোচিং এর পুরো সময়টাই থেকেছি ভাইয়ার বাসায়। ভাইয়ার পিচ্চিটার সাথে সারাদিন হৈচৈ করেই কেটে যেত। রাতের বেলা আমি যখন পড়া লেখা করতাম ভাবি তখন মগে করে দুধ এনে দিত আমার জন্যে। অনেক আদর যত্ন করত আমাকে। ভাবির সাথে একটা স্মরনীয় ঘটনা আছে।

ক্লাস নাইনে টার্ম পরীক্ষা দিয়ে ভাবির সাথে রাজশাহী থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সারা রাস্তা ভাবির কোলে শুয়ে শুয়ে আসলাম। ভাবির কোলে বমিও করে দিয়েছিলাম। গাড়িটা ঢাকায় আসতে আসতে দুই বার নষ্ট হয়েছিল। এরকম হাজারটা স্মৃতি আছে ভাইয়া ভাবি আর আরিশার সাথে।

আজ সব গুলো মনে পড়ছে। কিছুক্ষন পরেই ভাইয়াদের ফ্লাইট। ওরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। একেবারেই চলে যাচ্ছে। ওদের ছাড়া কিভাবে থাকবো? আমার পিচ্চিটার সাথে এখন কে খেলা করবে? আমার ঘরের বাইরে থেকে দুষ্টুমি করে কে দরজা লাগিয়ে দিবে? কে এখন ওর জন্য কিটক্যাট-পার্ক নিয়ে যাবে? কে এখন ওকে কাতুকুতু দিয়ে পাপ্পি আদায় করবে? কে এখন ওকে চেপে ধরে জোর করে পাপ্পি দিবে? কে এখন তার সাথে race খেলবে? তুমি আমাকে ভুলে যাবে না তো মামনী??? :'( :'( :'( তোমরা আবার কবে আসবা ভাইয়া? তাড়াতাড়ি চলে আসবা, হ্যাঁ...??? :'(


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.