"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)
১.
আহারে! আহারে!
মন ভাবে কাহারে?
রাহারে! রাহারে!
২.
হায়রে আমি! হায়রে আমি!
ভেবেছি টাকার চেয়ে
ভালবাসা দামী!
৩.
হুররে তুমি! হুররে তুমি!
ভুল করনি টাকা চুমি!
৪.
ছেলে গরীব
টাক
সুন্দরী বলল
যা! ভাগ!
ছেলে ধনী
টাক
সুন্দরী বলল
কী হয়েছে? থাক!
৫.
কবিতার খাতা আমার
খোলাই রইল
তুমি এসে পংক্তি দিও
মনের জমানো নোট
পড়েই নাহয় রইল
তুমি এসে ভাংতি দিও!
৬.
চক চক করলেই সোনা হয় না
ঠিক তো?
বক বক করলেও ভালবাসা হয় না
লাইনটা কাটো তো!
৭.
একবার সে দেখে নিল
একটুপর মেপে নিল
মনে হল কী যেন বলতে গিয়েও
থেমে গেল!
ভালবাসার দর্জি আমার
ভীড় দেখে মুখ ঘুরিয়ে নিল!
৮.
বসন্ত বাতাসে আমি একা
ক্ষতি নাই যদি হয় বর্ষাতে দেখা!
৯.
লম্বা লম্বা দম
মুচকি মুচকি হাসি
বোঝাতে কী পেরেছিলাম
তোমায় ভালবাসি!
১০.
নারী পয়সা চায় নগদ
প্রেম রাখে বাকী!
নারী পয়সা চায় নগদ
প্রেম রাখে বাকী!
আমি দোকানদার
তাই হালখাতা রাখি!
১১.
আকাশের কুসুম কল্পনা
পুরোপুরি সত্যি!
মোটেও গল্প না!
১২.
কোন মেয়ে চায় কবিপতি?
সবাই খুঁজছে কোটিপতি!
১৩.
সুমন সালেহী
গণিত অপরিবাহী
সাহিত্য সুপরিবাহী!
১৪.
নাও যদি হও বধূ-
যতোদিন
তুমি আছ আমারই
আমারই শুধু
ততোদিন-
তোমার অপেক্ষাই জেনো মধু...
১৫.
প্রজাপতির পাখা ও
কবির মন সৃষ্টি হয়েছিল একইদিন,
চেয়ে দ্যাখ! দুটোই কী ভীষণ রঙিন!
১৬. ভালবাসা
ভা= ভাললাগার নাই কোন কূল
ল= লভিতে লাগাতার ভুল
বা= বারে বারে একই ভাবনা
সা= সানাইয়ের সুর নয় চাপা কান্না...
১৭. প্রেম
প্রে= প্রেয়সী আমার প্রাণ
ম= মনে হলেই গেয়ে উঠি
গুনগুনিয়ে গান।
১৮.বিরহ:
বি= বিষাদে মন বিদগ্ধ
র= রবে আর কতদিন
হ= হয়ত এভাবেই বেজে যাবে
মরণের বীণ
১৯.
যতো কঠিন কবিতা
ততো বড়ো যদি কবি হয়
রবীন্দ্র নজরুল তো কবিই নয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।