"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)
১.পরকীয়ার কনে আছে
কোণে কোণে
শুধু পাপটাই জাগার বাকী
মনে মনে!
২.দীর্ঘদিনের প্রেমের বিয়েতে যৌতুক থাকা দরকার
প্রেম পুরুষের বিশাল খরচের কারবার!
৩.গৃহে স্ত্রী উদ্ভ্রান্ত
ঘরে ফেরে স্বামী
কর্মক্লান্ত
জগতের সকল ঘৃণাই এখন
অতিক্রান্ত!
৪.কাদামাটির পুরুষ আমি
চাইনা হীরের টুকরা মেয়ে
কৃষকের মেয়ে দামী জানি
রাজকন্যার চেয়ে!
৫.হে চাঁদের কণা
অল্পতে রেগো না
এই চান্দু কে ছেড়ে
কখনো ভেগো না!
৬.মুক্তোঝরা হাসি যার
হীরাকে নিয়েই তার কারবার!
৭.তুমি আমার ডালে বসা পাখি
আমি তোমার গাছ
তোমাকে কী করে ধরে রাখি?
কাছেই এক তীরন্দাজ
তোমার দিকে রেখেছে আঁখি!
৮.ভাললাগা কী?
ভালবাসা কী?
কিছুই না বুঝি!
এরা দেখি ডাকে আমায়
যখন তোমায় খুঁজি!
৯.সখি শুধায় অপর সখিকে,‘হ্যালো
বলো কেমন হল স্বামী?’
সখি বলে,‘কী জানি বাবা!
গয়নাগুলো ত’ দামী!’
১০. তোমায় এতো ভালবাসি
ইচ্ছে করে হৃদয় খুলে দেখাই
বললে তুমি হেসে
একটুখানি কেশে
‘প্লিজ! মানিব্যাগটা একটু চাই!’
১১. নারী হল আয়োডিন
না নিলে পাতে
গলগন্ড
আবার বেশি নিলে
প্রাণদন্ড!
১২.গগনে গরজে মেঘ
ঘন বরষা
রূপসীর সাথে প্রেমে
বিয়ের নাই ভরসা!
১৩.হবে ভাল বাসা
আরও হবে ভালবাসা বা সী
কারণ স্বামী তোমার
বিত্তবান প্রবাসী!
১৪.মেহেদী রঙ এ রাঙিয়ো না
তোমার কালো চুল
সেগুলো তাহলে আবছা লাল হবে
যেন গোবরে পদ্মফুল!
১৫.তুমি এ কোন খেলায় লিপ্ত?
তৃষ্ণার্ত জনতা হয়ে গেল ক্ষিপ্ত!
১৬.পতির চোখে পানি ঝরে
দুকূল ভাঙ্গিয়া
RJ হইয়া বধূ তাহাকে
দিয়াছে যে ছাড়িয়া!
১৭.RJ কন্যার স্বামী
আর যেই যেন না হয়!
RJ ই যেন হয়!
কাকানোটঃ (আর যে কাউকেই বিয়ে করি আমি অন্ততঃ RJ বিয়ে করছি না!)
১৮.মিডিয়ার বিয়ে
যেন ছেলেখেলা
মাটির পুতুল দিয়ে।
খেলারাম খেলে যা
একের পর এক সংসার
একে দুইয়ে গড়ে যা!
১৯.সুন্দরী দেখলেই বলবেই
কোন কোন মিডিয়ার লোক
আমাকে মিডিয়া করেই
না হয় ঢোক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।