আমাদের কথা খুঁজে নিন

   

গনিত অলেম্পিয়াড ২০১০: অবস্থা খারাপ



এবার জাতীয় গনিত অলেম্পিয়াডে যাওয়ার সুযোগ পাইছিলাম। ঢাকায় গেলাম। পরীক্ষা শুরু হল। প্রশ্ন দেখে তো মাথাই কাল্লা। যাহোক পরীক্ষা ছিল ৪ ঘন্টার, সেকেন্ডারি গ্রুপ।

প্রথম ১/২ ঘন্টা লিখলাম, ৪টা সমাধান করলাম। তারপর ৩ঘন্টা৩০মিনিট=২১০মিনিট=১২৬০০সেকেন্ড কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি। চুপ করে বসে থাকতে হয়েছে। সবাই লিখছে, আমি বসে। পরীক্ষা শেষ হল, ৫ টা করেছি।

জানতাম পাব না তবুও রেজাল্টের দিনে গেলাম। যা আশা করেছিলাম তাই হল। যা হক এবার BDOSN-এর স্টল থেকে open collection কিনছি। ভাল জিনিস। তবে open source এর software গুলো শুধু windows এর জন্য।

লিনাক্সের জন্যও software disc তৈরি করা উচিত bdosnএর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.