এবার জাতীয় গনিত অলেম্পিয়াডে যাওয়ার সুযোগ পাইছিলাম। ঢাকায় গেলাম। পরীক্ষা শুরু হল। প্রশ্ন দেখে তো মাথাই কাল্লা। যাহোক পরীক্ষা ছিল ৪ ঘন্টার, সেকেন্ডারি গ্রুপ।
প্রথম ১/২ ঘন্টা লিখলাম, ৪টা সমাধান করলাম। তারপর ৩ঘন্টা৩০মিনিট=২১০মিনিট=১২৬০০সেকেন্ড কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি। চুপ করে বসে থাকতে হয়েছে। সবাই লিখছে, আমি বসে।
পরীক্ষা শেষ হল, ৫ টা করেছি।
জানতাম পাব না তবুও রেজাল্টের দিনে গেলাম। যা আশা করেছিলাম তাই হল। যা হক এবার BDOSN-এর স্টল থেকে open collection কিনছি। ভাল জিনিস। তবে open source এর software গুলো শুধু windows এর জন্য।
লিনাক্সের জন্যও software disc তৈরি করা উচিত bdosnএর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।