আমাদের কথা খুঁজে নিন

   

মক্কায় দেয়াল ধসে বাংলাদেশি পরিবারের ৬ সদস্য নিহত

mojnu@ymail.com

সৌদি আরবের মক্কার আল কাকিয়া জেলার একটি বাড়ি ধসে ছয় বাংলাদেশি মারা গেছে। রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের সদস্য। সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে এসেছেন। নিহতরা হলেন আবদুস শুক্কুর (৬০), তাঁর স্ত্রী নুরুন্নানার (৫০), ছেলে ইব্রাহিম (১৪), মেয়ে মুনিরা (৭), নাতি রাইয়ান (৭) ও নাতনি নুরা (৫)।

তবে দুর্ঘটনায় আবদুস শুক্কুরের ছেলে আলী আকবর (৩০) বেঁচে গেছেন। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবে বসবাস করছিল। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কনস্যাল জেনারেল গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, নিহতরা একটি পাহাড়ের পাদদেশে থাকত। পাহাড়ের পাশে একটি সীমানা দেয়াল ছিল।

শনিবার রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে সেই দেয়াল ভেঙে যায় এবং ওই বাড়ির ওপর পড়ে। এতে ওই ছয়জন নিহত হয়। বাংলাদেশ দূতাবাসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। গোলাম সারোয়ার জানান, নিহতরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বাস করেছিল। তাদের অনেক আত্মীয়স্বজন এখানে আছে।

তাদের আত্মীয়স্বজন ও পরিবার এখানেই লাশ দাফনের আগ্রহ প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ তদন্তে সৌদি আরবের দমকল বাহিনীর (সিভিল ডিফেন্স) পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে ঘটনার খোঁজখবর রাখা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।