আমাদের কথা খুঁজে নিন

   

উপহারে ফুলেল বার্তাঃ

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

উপহারে ফুলেল বার্তাঃ সেদিন বসন্তের সব আগুন যেন উজার করে দিয়েছিল ফাগুন। আর ভালোবাসার দিনে সে যেন এসেছিল অন্যরকম কোনো ভাললাগার গল্প শোনাতে। চুলের ফাঁকে গুজে রাখা গাঁদাতে, হাতের চারপাশ জড়িয়ে রাখা বেলীর মালাতে- সে এসেছিল ভিন্ন কোনো সুবাস ছড়াতে। গল্পের নায়ক তখনো শীতল রোদের চিবুক ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে। হাতে ধরা সদ্য কুড়ি থেকে ফুল হওয়া একটা কিশোর গোলাপ।

তারপর একসময় বেলির সাথে দেখা হয় গোলাপের। আর ভালোবাসার গল্পে ফুল দেয়া-নেয়ার ছলে পুরোনো উপন্যাসে যোগ হয় নতুন আরেকটা অধ্যায়। শুধু জানা হয় না, কল্প গল্প থেকে বাস্তবের চিত্রকল্পে এখনও কি ফুলের এমনতর সুবাস ছড়িয়ে সৃষ্টি হয় কোনো ভালোবাসা দিনের? এখনও কি আর্চিস আর হলমার্কের কার্ড-চকোলেট-কিংবা কৃত্রিম গিফটের ভিড়ে তরুণ মনকে একই রকম দোলা দেয় ফুল? মনের গহীন কোণে কারো যদি উত্তর খোঁজার দায় পড়ে সে খুঁজুক। আর অন্যরা না হয় নতুন কিংবা পুরোনো সম্পর্কের দোলাচলে আরো একবার ভালোবাসার উপহারে ফিরে যাক ফুলের ভুবনেই। সময়ের সাথে মানুষের যে আধুনিকতা সেই আধুনিকতাও কখনো কখনো অকৃপণভাবে ঋণী হয়ে যায় প্রকৃতির কাছে।

আর ফুলের প্রতি মানুষের ভালোবাসা; উৎসবে-পার্বণে, আবেগে-অনুরাগে, ফুলের রঙ-রূপ-সুবাসে মানুষের হারিয়ে যাওয়া যেন যন্ত্রের মাঝেও অনেক বেশি মনে করিয়ে দেয় প্রকৃতির শ্রেষ্ঠত্বকে। অভ্যাগতের শুভেচ্ছায়, নতুন জীবনের সূচনায় কিংবা ভালোবাসা, বন্ধুতায় আজো নাগরিক জীবনে ফুলের উপহার কড়া নেড়ে যায় আবেগের দরোজায়। একথা হয়তো সত্য যে প্রকৃতি তার সহজ স্বাভাবিক রূপেই সবচাইতে বেশি সুন্দর। আর তাই শেষ বিকেলের আলোয় রাস্তার পাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া আর জারুলের যে মোহময় সৌন্দর্য তা প্রায় সময়ই হার মানায় ফুলদানির মাঝে সাজিয়ে রাখা ফুলকে। কিন্তু ভাললাগার বারতা নিয়ে যখন প্রিয় কাউকে রাঙিয়ে দিতে ইচ্ছে করে ফুলের রঙে তখন এর সাথে যোগ হয় আরো অনেক কিছুই।

গোলাপের সাথে গ্ল্যাডিওলাস কিংবা হাসনাহেনার সাথে অর্কিড তখন বন্দী হয় সুদৃশ্য কোনো মোড়কে। রঙ আর সুবাসের বৈচিত্র্য অটুট রেখে একটি ফুলের তোড়ার মাঝেই তারা ছড়িয়ে দেয় শুভকামনার নতুন বারতা। আর ফুলের এই বর্ণিল সম্মেলনে ফুলের তোড়া যেন হয়ে ওঠে হৃদয়ের সুবাস নিঙরানো এক অনন্য উপহার। উপহার হিসেবে ফুলের যেমন কদর রয়েছে সৌন্দর্যপিয়াসী মানুষের কাছে তেমনি গুরুত্ব বুঝে রয়েছে এর নানা আবেদনও। তাই ভালোবাসার প্রকাশে যে লাল গোলাপ তার চিরায়ত আবেদন নিয়ে ধরা দেয় প্রেমকাতর মানুষের মনে সেই একই আবেগ বসন্তের প্রথম দিনে ভিন্নভাবে অনুদিত হয় বেলী আর গাঁদার যুগল সাজে।

এরই সাথে কখনো কখনো উপহার হিসেবে যোগ হয় নানা রঙের অর্কিড, রজনীগন্ধা আর ক্যালেনডুলা। আমাদের দেশের সবগুলো জেলা শহরেই রয়েছে একাধিক ফুলের দোকান। আর নগরবাসীর চাহিদা মেটাতে রাজধানী ঢাকাতে সাধারণ ফুলের দোকানের পাশাপাশি গড়ে উঠেছে অভিজাত ফুল বিক্রয় কেন্দ্রও। বর্তমান সময়ে প্রিয়জনকে উপহার দেয়ার জন্য এসব দোকানে যেসব ফুল কিনতে পাওয়া যায় তার মধ্যে রয়েছে নানা রঙের গোলাপ, গ্ল্যাডিওলাস, অর্কিড, ক্যালেনডুলা, রজনীগন্ধা, জিপসী, জারবারা, চন্দ্রমল্লিকা প্রভৃতি নানা জাতের ফুল। ফুল বেচাকেনার ক্ষেত্রে ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শাহবাগের নিউ কনক চাঁপা পুষ্প কেন্দ্রের স্বত্তাধিকারী মোঃ শামীম জানান এসব ফুলের মধ্যে ক্রেতারা উপহার হিসেবে সবচেয়ে বেশি কেনেন গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা এবং গোলাপ ফুল।

এছাড়া যারা শুধু ফুল কেনার চাইতে উপহার হিসেবে ফুলের তোড়া বা "বুকেট" উপহার দিতে চান তাদেরকে গ্ল্যাডিওলাস ও রজনীগন্ধার পাশাপাশি নির্ভর করতে হয় ক্যালেনডুলা, অর্কিড, জিপসী প্রভৃতি ফুলের ওপরও। বর্তমান বাজারদরের হিসেবে ফুলের দরদাম সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, কিছু কিছু ফুল যেমন একটি, দু'টি করে কিনে উপহার দেয়া যায় তেমনি কিছু ফুল আছে যেগুলো বিক্রি হয় গুচ্ছ বা আটি ধরে। এ হিসেবে ১২টি চন্দ্রমল্লিকার একটি গুচ্ছের দাম পড়ে ৫০ থেকে ৫৫ টাকা, এক গুচ্ছ জিপসি ১০ থেকে ১২ টাকা এবং জারবারা ৩০ টাকা। স্টিক বা পিস হিসেবে যে ফুলগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে রয়েছে গোলাপ ৩ থেকে ৪ টাকা, রজনীগন্ধা ২ থেকে ৩ টাকা স্টীক, লাল ও ম্যাজেন্টা গ্ল্যাডিওলাস ১০ থেকে ১২ টাকা, সাদা গ্ল্যাডিওলাস ১৫ টাকা, ক্যালেনডুলা ৩ টাকা এবং অর্কিড ২৫ থেকে ৫০ টাকা। এছাড়া ফুলের দাম ও পরিমাণ অনুযায়ী ১৫০ টাকা থেকে শুরু করে নানা দামের ফুলের তোড়া বা বুকেট বিক্রি হয় ফুলের দোকানগুলোতে।

অন্যদিকে যারা দোকান থেকে ফুল কিনে এনে বাড়িতেই নিজের মনের মতো করে ফুলের তোড়া বানাতে চান তাদের জন্য ফুলের পাশাপাশি প্রয়োজন পড়বে নানা রঙের ফিতা ও ফুল সাজানোর মতো ঝুড়ির। সাধারণত এসব রঙিন ফিতা কিনতে পাওয়া যায় ২০ থেকে ৩০ টাকায় এবং ঝুড়ির দাম পড়ে আকার ভেদে ২৫ থেকে ৫০ টাকার মতো। উপহার হিসেবে ফুলের একটা অসুবিধের কথা হয়তো অনেককেই ভাবায়। যেখানে আর সব উপহার দিনের পর দিন থেকে যায় প্রিয়জনের সান্নিধ্যে সেখানে ফুল যেন খুব দ্রুতই শুকিয়ে যায়, ফুরিয়ে যায়। তবু উপহার হিসেবে ফুলের যে তাৎক্ষণিক আবেদন সেটা অন্য অনেক উপহারকে ছাপিয়ে স্মৃতির পাতায় অমলিন থাকে বহুদিন।

আর তাই বন্ধুত্ব থেকে ভালোবাসায়, বিনম্র শ্রদ্ধা কিংবা সম্মাননায় উপহার হিসেবে ফুল তার চিরায়ত আবেদনের গল্পই নতুন করে শোনায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।