ইউরোপ ও আমেরিকায় ক্রিসমাস বা বড়দিনের সময় ব্যস্ত হয়ে পড়েন কেনাকাটায়। ক্রিসমাসের বাজার ও দোকানপাটে দেখা যায় মানুষের উপচেপড়া ভিড়। বিশেষ করে উপহার খুঁজতে গিয়েই হিমশিম খান তারা। প্রতি বছরই উপহার কেনার ক্ষেত্রে একটা ট্রেন্ড বা প্রবণতা লক্ষ করা যায়। এ বছর তারা বড়দিনের উপহারের তালিকায় ইলেকট্রনিক সামগ্রীকে বিশেষ স্থান দিয়েছেন।
সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ৪৯ মিলিয়ন মানুষ ক্রিসমাস ট্রির নিচে উপহার হিসেবে ইলেকট্রনিক দ্রব্য দেখতে আগ্রহী।
ট্যাবলেট কম্পিউটার : উপহারের তালিকার প্রথমেই স্থান পেয়েছে ট্যাবলেট কম্পিউটার। এরপর স্থান পেয়েছে স্মার্টফোন, ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন, ইলেকট্রনিক বই ও ভিডিও গেম কনসোল। রয়েছে ব্লু-রে প্লেয়ার, ডিজিটাল ছবির ফ্রেম, মিউজিক সিস্টেম, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি, এমপিথ্রি প্লেয়ার, নেভিগেশন যন্ত্র ইত্যাদির নামও। এ ক্ষেত্রে গত বছরের তুলনায় খুব কমই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
'২০১২ সালে মোবাইল ফোন ও স্মার্টফোন উপহারের তালিকায় প্রথম দিকে স্থান পেয়েছিল। আজ সেখানে ট্যাবলেট কম্পিউটার স্থান পেয়েছে', বলেন বিটকমের ভোক্তা সংক্রান্ত বিশেষজ্ঞ টিম হোফমান। অন্যান্য বিশেষজ্ঞরাও এ বছর ক্রিসমাসে মোবাইল কম্পিউটারের জনপ্রিয়তা লক্ষ্য করেছেন। গত বছরের তুলনায় এ বছর এই ধরনের ছোট যন্ত্রগুলোর দিকে মানু্ষের ঝোঁক বেশি বলে জানান একটি কম্পিউটার বিষয়ক ম্যাগাজিনের সম্পাদক ফলকার সোটা।
স্মার্টফোন : স্মার্টফোনের ব্যাপারে মানুষ কিছুটা সংযত বলে জানান এই সম্পাদক।
হাইস্পিডের স্মার্টফোনের দাম কম নয়। ৫০০ ইউরো থেকে শুরু করে আরও উপরের দিকে। আর তা না হলে চুক্তিভিত্তিতে কিনতে হয় ওগুলো। এর ফলে পরবর্তীতে খরচ বেড়ে যায়, তাই অল্পবয়সীদের উপহার দিতে চাইলে কিছুটা সুলভ মূল্যের তুলনামূলক কম স্পিডের ফোনের দিকেই ঝোঁকে মানুষজন। এ জন্য বড়দিনের উপহার হিসেবে ট্যাবলেট কম্পিউটারের চাহিদাই এখন বেশি।
স্মার্টফোনের ব্যাপারে সময়টা কোনো বড় বিষয় নয়। প্রয়োজন মনে করলেই অনেকে স্মার্টফোন কেনে, যেমন নতুন মডেল বাজারে এলে বা চুক্তি শেষ হয়ে গেলে। এ কারণে স্মার্টফোন যে কোনো সময় কেনা হয়।
নতুন সামগ্রী স্মার্টওয়াচ : বিটকমের বিশেষজ্ঞ টিম হোফমান উল্লেখ করেন একটি ইলেকট্রনিক যন্ত্রের কথা, যা গত বছরও বাজারে ছিল না। এটা হলো স্মার্টওয়াচ।
এ বছর এই যন্ত্রটিও দৃষ্টি আকর্ষণ করছে। এটি স্মার্টফো-নের সঙ্গে যুক্ত করা যায়। বিটকমের জরিপ থেকে জানা যায়, প্রতি ১০ জনে একজন ক্রিসমাসের উপহার হিসেবে এ রকম একটি 'চতুর ঘড়ি' পেতে আগ্রহী? প্রতি তিনজনে একজন জানান, নিজেই হয়তো এ ধরনের একটি ঘড়ি কিনে ফেলবেন। সূত্র : ডিডবি্লউ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।