আমাদের কথা খুঁজে নিন

   

প্রভুকে চাই চিত্তে



চাই মহান প্রভুকে চিত্ত মননে সদা স্মরণে। চাই ধ্যানে শয়নে-স্বপনে কথোপকথনে। চাই হৃদয় মাঝারে একান্তে মগনে নিশ্চিন্ত মনে। চাই মন-প্রাণ জুড়ে পুণ্যের জ্যোতিতে নিতান্ত একান্তে। চাই নিরন্তর দিয়ে গভীর অন্তর প্রভুর করূণা অপার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।