আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূনকে নিয়ে লেখা বই প্রত্যাহার চান শাওন

শাওনের পক্ষে নোটিস প্রেরণকারী চেম্বারের অন্যতম আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জেকসন হাইটসের মুক্তধারার স্বত্তাধিকারী বিশ্বজিত সাহা ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ নামে একটি বই লিখেন। বইটি প্রকাশ করেছেন ঢাকার বাংলা প্রকাশের স্বত্তাধিকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান।
বইটিতে হুমায়ূন আহমেদ ও তার পরিবার সম্পর্কে অনেক অসত্য তথ্য দেয়া হয়েছে, যা হুময়ূন আহমেদের পরিবারকে জনসম্মুখে হেয় করেছে।
“নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে ওই বইয়ে অবিক্রিত সকল কপি বাজার থেকে প্রত্যাহার করে নষ্ট করে ফেলতে হবে।

লিখিতভাবে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের কাছে ক্ষমা চাইতে হবে। ইন্টারনেটে যদি ওই বইয়ের কোন লেখার কোন অনুলিপি থাকে সেটাও প্রত্যাহার করতে হবে। ”
নোটিস পাওয়ার পরও পদক্ষেপ গ্রহণ না করা হলে বইয়ের লেখক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।
২২ মে বিশ্বজিত সাহার নিউইয়র্কের ঠিকানায় এবং প্রকৌশলী মো. মেহেদী হাসানকে নোটিসটি রেজিস্টার্ড ডাকযোগে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
এছাড়া লিগ্যাল নোটিশের স্ক্র্যান কপিও পাঠানো হয়েছে তাদের ই-মেইল ঠিকানায়।


ক্যান্সারে আক্রান্ত হয়ে গতবছরের ১৯ জুলাই নিউইয়র্কে মারা যান হুমায়ূন আহমেদ। তার মরদেহ দেশে ফিরিয়ে এনে নুহাশ পল্লীতে সমাহিত করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।