আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত টাকার জন্য অপারেশনে বিলম্ব হয় হুমায়ূনের!
সম্প্রতি মুঠোফোনে ধারণ করা এ ভিডিওচিত্রে আরও দেখা যায়, হুমায়ূন আহমেদ বলছেন, ``আমার অপারেশন বাবদ ১ কোটি টাকা খরচ হয়। টাকার জন্য ট্রিটমেন্ট করতে চায়নি চিকিৎসকরা। `` অপারেশন থিয়েটারে টাকার জন্য ডাক্তাররা অপারেশন করতে অপারগতা প্রকাশ করেন বলেও জানান তিনি।
ভিডিওচিত্রে দেখা যায় হুমায়ূনের কথার সূত্র ধরে তখন শাওন বলছেন, ``১ কোটি নয় তার বেশি টাকা অপারেশন বাবদ গেছে। হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার দিই। টাকার জন্য তারা অপারেশন থিয়েটারে তাকে (হুমায়ূন আহমেদকে) ঢুকিয়ে বলে অপারেশন শুরু করবে না। আমিতো তখন হাউমাউ করে কাঁদছি। আমি তাদেরকে (হাসপাতাল কর্তৃপক্ষকে) বলেছি, আমি কথা দিচ্ছি আপনাদের কাল টাকা দিয়ে দিবো...
এমন অনেক অজানা অধ্যায় ভিডিওচিত্রতে।
বাংলানিউজের পাঠকদের জন্য ভিডিওচিত্রটি এখানে দেওয়া হলো....১০ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে উঠে এসেছে সদ্য প্রয়াত কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের অদেখা অপ্রকাশিত অনেক দিক। উঠে এসেছে অনেক নির্মম সত্য ঘটনা। হুমায়ূন আহমেদের মৃত্যুর কিছু দিন আগে আমেরিকায় এক ঘরোয়া বৈঠকে হুমায়ূন আহমেদ ও তার স্বজনদের কথোপকথনের ভিডিওচিত্রটি মোবাইল ফোনে ধারণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আসিফ ইকবাল।
ভিডিওচিত্রে দেখা দেখা যায়, ঘরোয়া পরিবেশে হুমায়ূন আহমেদ ও তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন এবং কয়েকজন স্বজনসহ বিভিন্ন বিষয়ে আলাপ করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।