আমাদের কথা খুঁজে নিন

   

Nokia Symbian OS সেটের Certificate expired এর সমাধান

এন. ইসলাম মিতা

Nokia N-Series Symbian OS9 (সেকেন্ড বা থার্ড এডিসন) মডেলের সেট যারা ইউজ করেন তারা অনেকেই লক্ষ্য করে দেখেছেন যে, এসব সেটে কিছু কিছু সফটওয়্যার (sis / jar file) setup করলে অনেক সময় Certificate expired, Contact application supplier এরকম error আসে আবার কোন কোন application Unsigned করা থাকে তাকে signed করে নিতে হয় । আপনি চাইলে এ সমস্যার সমাধান করতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করে- * প্রথমে Y-broswer এবং HelloCarbide.sisx application টি মোবাইলের phone memory তে Install করুন। সংগ্রহে না থাকলে এখান থেকে ডাউনলোড করুন- Click This Link * Y-broswer টি অপেন করে menu key প্রেস করে exit করুন। * তারপর HelloCarbide software টি অপনে করুন এবং Menu1 সিলেক্ট করে Yes করুন।

* আবার Y-broswer সফটওয়্যারটি অপেন করে installserver.exe [লিংক-: Click This Link ] ফাইলটি কপি করে C:/Sys/bin ফোল্ডারটির ভিতরে পেষ্ট করুন। (উল্লেখ্য HelloCarbide এর Menu1 ডাম্প করাতে সরাসরি এর ভিতরে ঢুকতে পারবেন না। এ জন্য menu key কয়েক সেকেন্ড প্রেস করে ধরুন,Y-broswer সফটওয়্যারটি অপেন করুন। ) * phone Restart করুন। এখন আপনি SIS File সেটাপ করতে পারেন কোন ধরনের error Report ছাড়া ।

এটি যদি আপনার মোবাইলে কাজ না করে তাহলে ফোনের তারিখ এর সন পিছিয়ে দিন ২-৩ বছর। আমি Nokia N73 সেটে টেষ্ট করেছি ১০০% কাজ হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।