আমাদের কথা খুঁজে নিন

   

Cyber Life

ফাঁসির মঞ্চ থেকে আমাদের যাত্রা শুরু

একটা সময় ইন্টারনেট নিয়ে নিজের মধ্যে হুলুস্তুল কারবার ছিল। না জানি এটা কিভাবে করে!! স্কুলে পাঠ্য বই থেকে কিছু কিছু জানার শুরু। টিচাররাও তেমন কিছু জানতো না। ভাসা ভাসা স্বপ্ন নিয়ে ওয়াকার এ করে ইন্টারনেট ভুবনে হাটছি। একটা সময় মোবাইল নেট দিয়ে দৌড়ানো শুরু করলাম।

তারপর হঠাৎ বিরক্তির চরমে চলে গেল এই ইন্টারনেট। মোবাইলের ওয়েব সাইট গুলো ব্রাউজ করা ছাড়া আর কিছু জানতাম না। বন্ধুরা মিলে পর্নো সাইট গুলো নিয়ে বেশ মাতামাতিতেও ছিলাম। আমাদের কেউ কেউ পর্নো বিষারদ হয়েও গিয়েছিল। ইন্টারনেট উপকারীতায় বাজারে গিয়ে চটি বই কিনতে হয়না আর কারো।

ইন্টারনেট নিয়ে এমন ঘোর লাগা অবস্থায় সময় যাচ্ছে। বিশ্বাস করতে শুরু করলাম এটা ছাড়া আর কোন কাজ নেই হয়তোবা ইন্টারনেট এর। সকল আগ্রহের ইতি টানা শেষ প্রায়। কার কাছে যেন শুনলাম মোবাইল এ chat এর কথা। chat শব্দটার সাথেও তখন পরিচয় হয়নি আমার।

mig33, nimbuzz নিয়ে বিশাল সময় পার করলাম। নেশার মত হয়ে গেল। একটা সময় গিয়ে বুঝলাম সব বাচ্চা বাচ্চা টাইপ ছেলে মেয়ে গুলোই এই community গুলোতে। Fun ছাড়া ওখানে আর কিছু নেই। ব্লগ সম্পর্কে তখনো ধারনা নেই।

ভাইয়া(সৌরভ) তখন দেশের বাইরে। একদিন হঠাৎ call করে বললেন ব্লগ এর কথা। বোঝালেন কিছু ব্যাপার। শেষে বললেন ব্লগে তোদের থাকা উচিত, চমৎকার চমৎকার কিছু মানষিকতার সাথে পরিচয় হবে। বুঝলাম this is the way i wanted।

বাসায় pc ছিল কিন্তু net ছিলনা। একটা মফস্বল শহরে ইন্টারনেট বিশাল কিছু। ব্রডব্যন্ড নেয়ার সামর্থ নেই তাই গ্রামীনফোনের একদিনের নেট নিয়ে নতুন করে ইন্টারনেটে হামাগুড়ি দেয়া শুরু করলাম। একদিনে কি'ইবা হয়! সামর্থ বাড়ার সাথে সাথে গ্রামীনের 1GB গ্রাহক হলাম। এখনও আছি।

বেশ চলে যায়। রাতে যখন বসতাম ব্লগে পুরোরাত চলে যেত, নাওয়া খাওয়া ভুলে যেতাম। অদ্ভুত এক ভালোলাগা কাজ করে। Cyber Life টা miss করি খুব পকেটে যখন টাকা থাকেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।