আসসালামু আলাইকুম, সবাইকে আজকের পোষ্টে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছি। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজ একটি ছোট প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি সম্পর্কে আপনার সবাই ই অবগত হয়েছেন এরই মধ্যে।
এটি হল 3xp1r3 Cyber Army এর ২জন সদস্য গ্রেপ্তার হল।
আপনারা সবাই ই জানেন যে, বর্তমানে বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের বিভিন্ন সরকারি সাইট সমূহ একের পর এক হ্যাকিং করেছে। এদের সম্পর্কে এখন সবাই ই জানেন। এই গ্রুপে নাম হল 3xp1r3 Cyber Army. এর অনেকগুলো সাইট এরই মধ্যে হ্যাকিং করেছে। এর মধ্যে অন্যতম একটি সাইট হল “বাংলাদেশ সুপ্রিম কোর্ট” এর ওয়েব সাইট।
এদের খুঁজে বের করার জন্য ইতিমধ্যে RAB অভিযান চালিয়ে ২জন সদস্যকে খুঁজে বের করেছে।
মোঃ রাসেল (১৮)
মিজানুর রহমান (২১)
এই দুই জনকে RAB গ্রেপ্তার করে। মিজানুর রহমানকে বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল ও মোঃ রাসেলকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাব গ্রেপ্তার করে। গতকাল সুপ্রিম কোর্টের কোর্টকিপার রহুল আমিন শাহবাগ থানায় বাদি হয়ে একটি মামলা দায় করেছেন। তবে র্যাব জানায় যে, এই হ্যাকিং কেসের পিছনে ৭জনের একটি গ্রুপ কাজ করেছে।
এই সাতজনের ৪ জনের বাড়ি বাংলাদেশে, দুইজন থকে সৌদি আরব ও একজনের বাড়ি কুয়েতে। তবে মিজান ও রাসেল বলছে যে, তারা এই কাজটি করে নি। এটি বাহিরের কোন একটি দেশের হ্যাকাররা করেছে। তারা শুধু সাইটটিতে প্রবেশ করে, সাইটের তথ্যগুলো প্রোটেক্ট করতে চেয়েছিল। গত ১২ই নবেম্বর সাইটটি হ্যাকিং হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।