একটি একা চাঁদ স্পর্শাতুর ইথারে, উতল
মেহজাবিন ভাবে এ বুঝি ভালোবাসা-
ভীরু এক চন্দ্রচাতক জানে
এভারেস্ট শীর্ষ অধরা হলেও
সে-ই ঠিক তেনজিং শেরপা।
মেঘদলের আজ মন নেই বরিষণে
দিনমান তাই ঘুমনেশা ঘুমনেশা-
একটি আকাশ হঠাৎ নিভে গেলে
মেহজাবিন ভাবে
এ সবই স্পর্শতৃষা।
অতীতনাশী যমুনার মৌসুমী যৌবন
বিলিকাটে আয়েসী বিষ্যুদবারের রাতে-
নিষ্কাম সময়ের কিছু মুহূর্ত উৎসর্জন
কস্তুরী কবচ লাভ,
মৃগয়াগামী মৌনতায়।
অতঃপর ইতিহাস আকাশছেঁড়া হলে
মেহজাবিন জেনে যায়
কফিনবন্দীত্বই পরিনাম
এইসব অলীক বেঁচে থাকার।
ছবিসূত্র: ইন্টারনেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।