মত প্রকাশে আপোষহিন।
মেহজাবিন অন্তঃস্বত্তা। তার বাচ্চা হবে। বাচ্চাটা ছেলে নাকি মেয়ে হবে, জনমনে কৌতুহল। মিডিয়া কভারেজ।
পত্রিকায় বেশ বড় করে খবরটা প্রচার হলো। মেয়ে হলে তার কি নাম রাখা হবে? সে বড় হয়ে কি হবে? মায়ের মতই 'এইত্তগুলা পচা' টাইপ স্ট্যাটাস দেবে? নাকি রূপালী পর্দায় বান্দরের লাহান নাচবে? গবেষণার শেষ নেই। আর যদি ছেলে হয়? তাহলে তার ভবিষ্যত নিয়েও একই রকম ক্যালকুলেশন।
এই হলো আমাদের মিডিয়া।
অথচ ক’দিন আগে 'আন্তর্জাতিক কুরআন তেলোয়াত প্রতিযোগিতায়'
সারা বিশ্বের শ্রেষ্ঠ প্রতিযোগিদের হারিয়ে, প্রথম হয়েছিলো বাংলাদেশী ছেলে সাকিব।
এবং গত পরশু কাবা শরীফের ঈমামের কাছ থেকে সে নগদ অর্থসহ বিশেষ
সন্মাননা পুরষ্কার পেয়েছে। উচিত ছিলো, মিডিয়ায় বেশ ফলাও করে খবরটা প্রকাশ করা। কিন্তু না। আমরা এই খবরটা বাংলাদেশী কোন মিডিয়ায় পাইনি।
মিডিয়ার কাছে আমার প্রশ্ন, একটা মুসলিম প্রধান দেশের ছেলে, আন্তর্তাতিক কুরআন তেলোয়াত প্রতিযোগিয় প্রথম হওয়াটা কি গৌরবের বিষয় নয়?
সানি লিওনের মত পর্ণস্টাররা আপনাদের খবরে প্রাধান্য পায়।
এই খবরটা কেন
স্থান পায় না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।