আমাদের কথা খুঁজে নিন

   

চাপাই কি সকল সুখের মূল????

"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন। " www.deshbidesh.tk
চাপা চাপা চাপা....প্রথমেই জানাই চাঁপা ফুলের শুভেচ্ছা, এই শুভেচ্ছা সকলেই সাদরে, মনের আনন্দে / অতি পূলকে গ্রহন করবেন নিশ্চয়ই। কিন্তু যদি কাউকে এমন বলা হয় চাপা সংযত করে কথা বলুন। আর অমনি সে তার চাপাকে চাঞ্চল্যকরভাবে কয়েকশগুন বাড়িয়ে চালিয়ে যাবেন চলতি ঘটনার চলমান বিবরণ। কেউই চাপাচাপি করে বসতে বা দাঁড়াতে রাজি হবেন না নিশ্চয়ই।

কারণ চাপাচাপিতে মোটেই রাজি নয় কেহ, কিন্তু অন্যকে চাপাতে পারলেই যেন তার সুবিধা। সে হতে পারে কথার জোরে চাপা কিংবা গায়ের জোরে চাপা। চাঁপা ফুলের প্রেম নিবেদনটা বেশ চাঞ্চল্যকর বৈকি। কিন্তু যখন চাপা মেরে মেরে চমন বিবিকে চাঁপা ফুল দিয়ে যদি চালিয়ে যান পরকিয়া প্রেম, তবে কোন একদিন আপনার প্রেয়সী বিবির কাছে ফেঁসে গেলে আপনার অবস্থাটা কি হতে পারে তা একবার ভেবে দেখুন। কিছু চাপাচাপির ঘটনাঃ- ১।

বাসের সুপারভাইজার চায় যাত্রীদের চাপাতে। চাপাতে পারলেই যত সুখ। ২। বাস কিংবা ট্রাকের নিচে চাপা পরার সঙ্কা নিয়েও ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পার হোন কেউ কেউ চাপা চাপিকে পাত্তা না দিয়ে। ৩।

যুলন্ত বাসে উঠার চাপাচাপিতে মানিব্যাগটা খোয়া গেল বুঝি আহারে। ৪। বাবা মায়ের চাপাচাপিতে ছোট বেলায় লেখাপড়া চালিয়ে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে। ৫। আমরা সাবালোকত্ব প্রাপ্ত হই জীবন সংগ্রামের অভিজ্ঞতার নিরন্তর চাপা চাপিতে।

৬। ঢাকা শহরে জনবিষ্ফোরণের দৈন্দনদিন চাপাচাপিতে জনজিবন অতিষ্ঠ পৃথিবিতে যার জুরি মেলা ভার। ৭। এখনো গ্রামীন জীবন এর সকালটা শুরু হয় চাপকল চাপাতে। ৮।

মরণের পরে কবরের চাপা চাপির কথাটা স্মরণ রাখেনা অনেকেই। তাই শেষে বলতেই হয়- চাপা চাপা চাপা, চাপাতে চন্দন চরিত্র চাপাতে চক্রে ক্রন্দন। সেই চাঁপা ফুল নয়, যেই চাপা গল্প, সেই চাপা ইচ্ছাই হতো আরো অল্প।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।