আমাদের কথা খুঁজে নিন

   

দূরগামী যুবতীর প্রতি



যত দূরে বাড়িয়েছ পা, স্বপ্ন-সম্ভব ভ্রমে যত দূর দৃষ্টির সীমা, মোহঘেরা মেঘ-মুল্লুকে; অচেনা তরলে মাতাল-কচিপাতা খুশির ঝিলিক হৃদয়ের গহীন দেশে, রোদ্দুর জ্বলে ঝিকমিক। তাহারও তো পর আছে, আলোতেও ভ্রান্তি অনেক সেতুতেও বাঁক আছে, ফাঁকে-ফাঁকে দস্যুর ঠেক; কুড়িত্তীর্ণ মেয়ে কত আর ঋদ্ধি তোমার, কতবার বিকানো যাবে লাবণ্যের ক্ষণ-সম্ভার? ছায়া কি দেবে গো তোমায় কংক্রিট, কড়কড়ে নোট? সবই কি ভোটের রীতি, সেখানেও পাল্টায় জোট। বাল্মিকী-শুনেছ কি নাম? সেইপথে অরণ্যে যাও- প্রাচীন সে বৃক্ষ ছুঁয়ে জীবনের মানে বদলাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।