কখনো কখনো কবিতাকে মনে হয় বড় দূরগামী প্রায়শই আলোছায়া কেঁপে যায় কবিতার পারাপারে যেতে যেতে থামি আর দেখি,সুর যার নেই সেও স্নানঘরে ঢুকে গান গায়। প্রাক-পুরাণিক যাযাবরী দিনের মতন শব্দেরা আঁতুড় ঘরে খাবি খায়,যেন জলস্বরে জলফুল নড়ে শোনা যায় ঢেউ-ভাঙ্গা স্টিমারের ভোঁ, অঙ্কুরোদগমের মতো কিছু শব্দ মাথা তোলে, কবিতা দূরের। অধরা শব্দেরা তবু ডানাভাঙ্গা গাঙচিল হয়ে নেমে আসে মননের তীব্র হাওয়ার ভেতর মনে হয় ওই তো হেমন্ত,নিকানো উঠানের গন্ধ সম্ভাষের বিধিলিপি পানিউড়ি পাখিদের স্বর। কবিতা কখনো তবু বড়বেশী লুকোচুরি খেলে উপমা,উৎপ্রেক্ষা সব জলে ডুব দেয় ভূলুণ্ঠিত পাতার মতন দোলে উঁকিঝুকি দেওয়া কোনো প্রেমিকার ছলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।