শব্দশিখা জ্বলে...
সে তোমাকে ছুঁতে চায়,
কি একটা ছুঁতে চায়।
হৃদয়ের অন্ধকারে জ্বলে-নেভে
শব্দের জোনাকী;
অস্তিত্বের প্রতিকী এ-রূপ দেখে মুগ্ধ হই, ভয় পাই
মূর্ত হয়ে ওঠে থাকা না থাকার কোয়ান্টাম বাস্তবতা।
না লেখা কবিতা পাখি হয়ে উড়ে যায়,
এই রূপান্তর বীজ মরে গিয়ে
চারা হয়ে বেঁচে থাকার কাহিনী।
শেষ হয়ে গেছি, ভাবছি নিজের
একটা নতুন সংস্করণ বের করা দরকার ।
নিদিষ্ট গন্তব্য ছাড়া চলে এই ট্রেন।
ভার্চুয়াল সরোবরে ডুব দিই,
সর্বত্র ছড়িয়ে পড়ে ঢেউ।
জিহ্বায় স্বাদের রঙধনু...
বুনোফুল, বনফুল
প্রিজমের ভিতর দিয়ে সে তোমার দিকে তাকায়
হৃদয়ে তারই প্রতিসরণ।
হাত তোল যদি প্রেম চাও
হাত তোল যদি ঘৃণা চাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।