আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার নোটবুক - ২

শব্দশিখা জ্বলে...

আবদুর রব বাড়ির সামনে সেই সজনে গাছটা জোছনায় প্লাবিত; তার ডালে বসা অলৌকিক জোড়া ঘুঘু। এই প্রেম সেক্যুলার, বিয়ে অবধি গড়ালে হয়! সুতো থেকে সতোরঞ্চি হয়ে ওঠা পর্যন্ত তোমাকে দেখি। পুকুরের জলে ফুটে থাকা পদ্মফুলগুলি একেকটি মাধুরী দীক্ষিত রূপের পূজোয় এর চেয়ে ভালো ফুল আর কোথায় বা মেলে! সম্পর্কের নাটকীয়তাগুলি আর মনে পড়ে না। একদিন নক্ষত্র ধূলোয় মিশে যাবে এ অস্তিত্ব। তুমি ও আমার মাঝখানে সে একটা কমা, পাকাপোক্ত দাঁড়ি হতে চায়। ভাবতে ভাবতে ভাবনা বিছিয়ে ঘুমিয়ে পড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।