কাল অফিস থেকে বের হলাম একটু দেরীতে। বাসে উঠে যখন মতস্য ভবনের কাছে গেলাম দেখলাম শাহাবাগ পর্যন্ত সেই ভয়াভহ চিত্র জ্যাম। সেটা যেন আগের থেকে অনেক বেশী আকার ধারন করেছে। আর দেখলাম ট্রাফিক পুলিশের এক্টিভিটিও অনেক বেশী মনে হল। মনে হল হটাত এরকম কেন বলতে বলতেই আমাদের বাস রঙ সাইড দিয়ে ডুকে গেল।
সামনেই দেখলাম অনেক পুলিশ তারা বাসটিকে দাড় করাল। ২-৩টা চড় থাপ্পড়ও মারল মনে হল ড্রাইভারকে। তারপর আমাদের উদ্দেশ্যে মানে যাত্রীদের উদ্দেশ্যে বলল, আপনারা কেমন মানুষ একটা বাস রঙ সাইড দিয়ে ডুকছে আর আপনারা তার দোন প্রতিবাদ না করে তাদের আস্তে দিলেন কেন। এভাবে অনেক কথা বললেন। আরো বললেন জানেন সড়ক দুর্ঘটনায় পরপর দুই জন স্কুল ছাত্র বাস চাপায় মারা যাওয়ার পর আজ আবার এক পিতা ও তার পুত্র বাস চাপায় নিহত হয়েছে।
তাই স্বরাষ্ট মন্ত্রনালয় থেকে নির্দেষ এসেছে ট্রাফিক ভাল্ভাবে কন্ট্রল করতে তাই আজ এই অবস্থা। শুনে কিছুটা ভাল লাগল অবশেষে আমাদের মহান স্বরাষ্ট মন্ত্রীর টনক নড়ল।
অবশেষে আমাদের বাসের ৪০০ টাকা জরিপানা দিয়ে খালাস হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।