আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরার কথা

ami ek jajabor

সুপারডুপার হিট মনপুরা ছবিটির গান বাংলার মানুষের মুখে মুখে। কিছু ব্যাপারে নজর দিলে বোঝা যায়, ছবি হিট করানো, একইসঙ্গে আমজনতা ও বোদ্ধাদের নজর কাড়ার চেষ্টা করা হয়েছে সুপরকল্পিতভাবে। শিল্পসৃস্টির তাগিদ থেকে মনপুরা করা হয়নি বলেই মনে হয়। নানারকম বাণিজ্যিক প্রচেষ্ট স্থূলভাবেই প্রকাশিত মনপুরা প্রকল্পে। ভোলা জেলার মনপুরা জলোচ্ছ্বাসের কারণে আমাদের কাছে পরিচিত।

তাই প্রেমকাহিনী যেন এই ঝ্ঞ্ঝাবিক্ষুদ্ধ উপকূলীয় চরটিতেই রচিত হতে হবে। খুব যত্ন করে গানগুলো তৈরি করেই আগেই বাজারে ছাড়া হয়েছে। বিরক্ত লাগে তথন যখন গানের সিডির বাণিজ্যিক উদ্দেশ্য বোঝা যায়। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে... গানটি একই সুরে তিনজন তিনবার গেয়েছেন। সোনার পালঙ্ক গানটি দুইবার।

সিডি ভরার এই আতকা প্রয়াস অসহ্য। কুড়িগ্রামের চিলমারি, ভুরুঙ্গামারি, নাগেশ্বরীর চর এলাকাং জন-মানব-বৃক্ষহীন ধূ ধূ প্রান্তর রয়েছে। আগে এগুলোকে নিধুয়া পাথার বলা হতো। এ নামে নাটকও আছে। সেইটা আতকা নিথুয়া পাথার কেন হলো তা গিয়াসউদ্দিন সেলিম জানেন।

এতে নতুন প্রজন্ম বিকৃত একটা জিনিস পেল। চরাঞ্চলের এই উপাখ্যানের চলচ্চিত্রায়নে ঢাকার ফ্যাশন হাউসগুলোর পোশাক ব্যবহারের উদ্দেশ্যও মহত নয়। কস্টিউম ডিজাইনার রাখলেই তো হতো। নায়িকা মিলি যখন ফ্যাশন হাউসের পাটভাঙা শাড়ি পরে নৌকার গলুইতে বসে উল্টোদিকে আলতো করে বৈঠা বায়, তখন বাকরুদ্ধই হতে হয়। গানের কারণে এ ছবি দর্শক দেখল।

ছবি সাফল্য পেল। কিন্তু ভবিষ্যতের বাংলা চলচ্চিত্র একটা ব্যাড এক্মামপল হিসিবেই রয়ে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।